ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির ৩ কর্মকর্তার নামে হত্যা মামলা
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি:-এর তিন কর্মকর্তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বিস্মিত হয়ে হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, পরিচালক মো: দেলোয়ার হোসেন ও সার্কুলেশন ম্যানেজার মো: আবুল কালাম গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন।
বিবৃতিতে তারা বলেছেন, ৪০-৫০ বছর ধরে তারা তিনজন সংবাদপত্র ব্যবসার সাথে জড়িত। সমিতিটি সম্পূর্ণ অরাজনৈতিক হওয়ায় তারা কখনোই আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করেননি। এর পর উদ্দেশ্যপ্রণোদিত হত্যা মামলায় তাদের নাম দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি দখল করার জন্য পরিকল্পিতভাবে তাদেরকে আসামি করা হয়েছে। এ অবস্থায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলা থেকে তারা অব্যাহতি চেয়েছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা