‘মীর কাশেম আলী দেশকে সিঙ্গাপুরের মতো গড়ার পরিকল্পনা করছিলেন’
- সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
‘শহীদ মীর কাশেম আলী ভাই বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছিলেন। কিন্তু বিগত জালিম সরকার তার এ পরিকল্পনা ও মেধাকে সহ্য করতে না পেরে তাকে হত্যা করে।’
গতকাল বিকেলে সখীপুর উপজেলার কচুয়া বাজারে কালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত সহযোগী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি, বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম খান শহীদ মীর কাশেম আলীর কথা স্মরণ করতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মীর কাশেম আলী ভাইকে কারারক্ষীরা যখন সংবাদ দিল তিন ঘণ্টা পরে আপনার ফাঁসি হবে। তখন তিনি তাদের বললেন, আমি দুই ঘণ্টা ঘুমাব। এরপরে তিনি দুই ঘণ্টা কম্বল মুড়ি দিয়ে ঘুমান।’
জামায়াত নেতা অধ্যাপক শফিকুল ইসলাম খান বলেন, ‘একজন মানুষ যখন জানতে পারে তিন ঘণ্টা পরে তাকে ফাঁসি দেয়া হবে, তিনি কি ঘুমাতে পারেন? এরপরে মীর কাশেম আলী ভাইয়ের স্ত্রী তার পছন্দের খাবার রান্না করে আনলে তিনি তা ফিরিয়ে দিয়ে বলেন, একটু পরে আমি আল্লাহর কাছে গিয়ে জান্নাতের খাবার খাব। দুনিয়ার খাবার খেতে চাই না। তিনি বলেন, জামায়াতে ইসলামী মীর কাশেম আলী ভাইয়ের মতো নেতা তৈরি করে।
ওই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সখীপুর উপজেলার আমির অধ্যাপক আল আমিন, সেক্রেটারি মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফজলুল হক, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ তাহেরুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা