২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
না’গঞ্জে সুজনের আলোচনা সভা

পিওনের ৪০০ কোটি টাকা থাকলে মালিকের কত টাকা

-

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন, ‘নির্বাচন ভালো হলেই মানুষ গুড গভর্মেন্ট পায় না। গত ১৫ বছরে ১৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এটা কল্পনা করাও যায় না। এটা দিয়ে ৬৫টি পদ্মা সেতু তৈরি করা যায়। কতটা বর্বর হলে একজন মানুষের ৩৬০টি বাড়ি থাকতে পারে লন্ডনে। বেনজিরের বোধহয় প্রতি জেলায় একটি করে বাড়ি রয়েছে। একজন পিওনের যদি ৪০০ কোটি টাকা থাকে তাহলে মালিকের কত টাকা?
মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এদিন সুজন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোবায়েত ফেরদৌস বলেন, ‘সংবিধান সংস্কার করতে হবে এবং এর সমালোচনাও করতে হবে। শেখ হাসিনার সময়ে প্রশ্ন তোলা যেত না। আমরা দেখেছি শিক্ষক, সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন তোলা, চ্যালেঞ্জ করার ক্ষমতা দিতে হবে। দোষ হাসিনার না, দোষ খালেদার না। যেই সংবিধান আর রাষ্ট্র কাঠামো বানিয়েছি, তার স্ট্রাকচারটাই হচ্ছে স্বৈরাচারে পরিণত করা। তাই ক্ষমতাকে কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায় তা ভাবতে হবে।
সভায় জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন, সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণ সংহতির মহানগর সমন্বয়ক নিয়ামুর রশিদ বিপ্লব, গণ অধিকারের জেলা সেক্রেটারি রাহুল আরফিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement