১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক

জনদুর্ভোগে জড়ালে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা

-

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি জনগণের পাশে থেকে কাজ করতে চায়। জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কাজ দলের নেতাকর্মীরা করতে পারবেন না।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের দুর্ভোগ হয়, কষ্ট হয়, হয়রানি হয়, জনগণ অসন্তুষ্ট হয়- এমন কোনো কাজ আমাদের দলের নেতাকর্মীদের করা যাবে না। জনগণের দুর্ভোগে যদি কেউ জড়িত থাকবেন তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক উভয় ব্যবস্থাই নেয়া হবে।
গতকাল বুধবার মিরপুরের রূপনগর আরামবাগ ঈদগাহ মাঠে রূপনগর থানা যুবদল ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলের কেউ কোথাও অফিস করার চিন্তা করবেন না উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। তখন তো কোনো অফিসের প্রয়োজন হয়নি আমাদের। নিজেকে প্রচার ও জাহির করার জন্য কোনো প্রকার পোস্টার ব্যানার লাগানো যাবে না- এটা দলীয় সিদ্ধান্ত।

রূপনগর থানা যুবদল ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের আহ্বায়ক মো: সালাউদ্দিনের সভাপতিত্বে ও রূপনগর থানা যুবদলের আহ্বায়ক সোয়েব খান ও সদস্যসচিব হাদিউল ইসলাম রাজিব এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, মহিলাদল ঢাকা মহানগর উত্তর সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, অলিউল হাসানাত তুহিন মাস্টার, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রূপনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাঈম হোসেন, পল্লবী থানা মহিলাদল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল