১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রশিদুজ্জামান মিল্লাতের কারাদণ্ড বাতিল

-

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে দুই ধারায় দেয়া আট বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে মিল্লাতের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো: বদরুদ্দোজা (বাদল)। তিনি বলেন, আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট।
এম রশিদুজ্জামান মিল্লাত, তার স্ত্রী সাবিরা সুরাইয়া ও ছেলে সাঈদ বিন জামানের (সৌরভ) বিরুদ্ধে পাঁচ কোটি এক লাখ সাতান্ন হাজার পাঁচশ’ একচল্লিশ টাকার বৈধ উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভুত সম্পদের মালিকানা অর্জন ও সম্পদ বিবরণীতে চার কোটি ৮২ লাখ ৫ হাজার ছয়শত ৯৫ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোবারা খানম গুলশান থানায় মামলা করেন।
এ মামলায় একই বছরের ২ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম অভিযোগপত্র দাখিল করেন।
বিচার শেষে ২০০৮ সালের ২৯ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো: ফিরোজ আলম কমিশন আইনের ২৬(২) ধারা অনুসারে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। একইসাথে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে রশিদুজ্জামান মিল্লাত হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৭ আগস্ট তাকে খালাস দেন।
সেই রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর খালাসের রায় বাতিল করে হাইকোর্টে মামলাটি পুনরায় শুনানির জন্য পাঠান আপিল বিভাগ। সে অনুসারে আপিলের ওপর আবার শুনানি শেষে আদালত এ রায় দেন।

 


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল