১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ফার্মগেট-গুলিস্তানের ফুটপাথে অভিযান

বিপুল সংখ্যক দোকান উচ্ছেদ : ভ্যান জব্দ

-

অবৈধ হকারদের দখলে থাকা রাজধানীর ফার্মগেট ও গুলিস্তানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দোকান উচ্ছেদ ও ভ্যান জব্দ করেছে পুলিশ ও সিটি করপোরেশন। গতকাল মঙ্গলবার সকাল থেকে পৃথকভাবে অভিযান চালানো হয়। তাদের সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী।
ডিএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে ডিএমপির ক্রাইম, সিটি করপোরেশন ও সেনাবাহিনীর সহযোগিতার ডিএমপি ট্রাফিক বিভাগ গুলিস্তান জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযানে যায়। কিন্তু অভিযানের খবর আগেভাগেই জানতে পেরে হকাররা তাদের ভ্যান ও গাড়িগুলো পার্শ্ববর্তী পার্কে লুকিয়ে রাখে।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান বলেন, রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের প্রধান সড়ক গুলো দখল করে ২-৩ স্তরে দোকান বসিয়ে ব্যবসা করছে হকাররা। এতে করে রাস্তায় যানবাহন চলাচল চরমভাবে বিঘিœত হচ্ছিল। দোকান সরাতে যখনই অভিযান চালাই, তখনই হকাররা তাদের ভ্রাম্যমাণ দোকান সরিয়ে ফেলে। রাস্তায় তাদের আর কোনো গাড়ি পাওয়া যায় না। পরে আমরা জানতে পারি অভিযানের খবর পেলেই হকাররা গাড়িগুলো গুলিস্তানে শহীদ মতিউর পার্কে এনে রাখে। আভিযানিক দল চলে গেলে তারা আবারো রাস্তায় চলে আসত। এ কারণে আমরা সিটি করপোরেশনের সহযোগিতায় গতকাল গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি। তারা পার্কে টাকা দিয়ে রাখে নাকি ইজারাদার তাদের রাখে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা জানি না। পার্কের ইজারা দিলে দিবে সিটি করপোরেশন। তাই এখানে গাড়ি রাখা বৈধ না অবৈধ সেটা পুলিশের পক্ষে বলা সম্ভব না। তবে তারা গাড়ি রাখার জন্য যে টাকা দেন সেই টিকিট আমরা দেখেছি।

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফিটনেস বিহীন গাড়ি, লক্কর-ঝক্কর গাড়ি, অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ১৫ দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ সাড়ে ২৪ হাজার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে অবৈধ গাড়ি পার্কিং, ফিটনেস বিহীন গাড়ি, রুট পারমিট ছাড়া গাড়িসহ বিভিন্ন গাড়ি ছিল। রাস্তা দখলে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করে বাজেয়াপ্ত করেছে সিটি করপোরেশন।
একইভাবে রাজধানীর ফার্মগেট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ফুটপাতের কয়েকশ’ দোকান গুঁড়িয়ে দেয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ওই এলাকার হকাররা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও সিটি করপোরেশনের যৌথ অভিযানে ফার্মগেট গ্রিনরোড থেকে শুরু করে খামারবাড়ি পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা কয়েকশ’ দোকানপাট উচ্ছেদ হয়েছে। পরে বিকেল ৩টায় উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন কয়েকশ’ হকার। তেজগাঁও কলেজের সামনে মিছিল নিয়ে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করে আনন্দ সিনেমা হলের সামনে চলে যান তারা।
ডিএমপি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ফার্মগেট রাজধানীর অতি ব্যস্ততম একটি এলাকা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। ফুটপাত ও সড়ক দখলে থাকায় জনসাধারণের চলাচলে ভোগান্তির পাশাপাশি অপরাধ তৎপরতা বাড়ছে। তাই ফার্মগেট এলাকার ফুটপাত উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, আগের দিন উচ্ছেদের বিষয়ে মাইকিং করা হয়েছিল। তাদের চলে যেতে বলা হয়। অথচ তারা দোকানপাট সরিয়ে নেয়নি। তাই পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও সিটি করপোরেশন যৌথ অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করেছে। যৌথ অভিযানে সেনাবাহিনী তেজগাঁও অস্থায়ী ক্যাম্পের একটি দল অংশ নেয়। ক্যাপ্টেন আবরার বলেন, যৌথ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানের বিষয়ে আগে থেকে ঘোষণা দেয়া হয়েছিল। জননিরাপত্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 


আরো সংবাদ



premium cement
মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে : আসিফ নজরুল নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : চিফ প্রসিকিউটর কার্যালয় পুলিশ বাহিনীর নিজেদের প্রমাণ করার এখনই সময় : স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ একই দিনে দুই দিপুর স্বর্ণ জয় গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে

সকল