আয়ারল্যান্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সিলেট ব্যুরো
- ১২ নভেম্বর ২০২৪, ০০:৪৯
ঐতিহাসিক মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়ারল্যান্ডে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়ারল্যান্ড শাখা এই আয়োজন করে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে ডাবলিনের স্থানীয় কাল্টন রেস্টুরেন্টে বিএনপি আয়ারল্যান্ড শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজী তাজুল ইসলামের সভাপতিত্বে ও বদরুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও আয়ারল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা মুশাররফ হোসাইন।
সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ৭ নভেম্বরে সিপাহি-জনতার অভ্যুত্থানের পরে জিয়াউর রহমানের গণতান্ত্রিক দেশ শাসনের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহিদ মোমেন চৌধুরী, শাহীন মিয়া, হাজী নুরুল হক, আরিফ বিন আজিজ, প্রভাষক আব্দুস শহীদ, মামুন আল ফয়সাল, জুয়েল জালালি, আব্দুল জলিল, সৈয়দ নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা