শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ ছাত্রশিবিরের
- নিজস্ব প্রতিবেদক
- ১১ নভেম্বর ২০২৪, ০১:১৫
জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জুলাইয়ের গণহত্যার দ্রুত বিচার কার্যকরের লক্ষ্যে স্পষ্ট রূপরেখা প্রণয়নের দাবি জানিয়ে ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, অভ্যুত্থানের তিন মাস পার হলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে, তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাসে নজিরবিহীন। রংপুরের শহীদ আবু সাঈদ, ঢাকার শহীদ মুগ্ধসহ অসংখ্য ছাত্রজনতা ও ছাত্রশিবির কর্মীকে শহীদ করা হয়েছে। এ গণহত্যায় রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্র-জনতার ওপর নিপীড়ন চালানো হয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যে স্বপ্ন ও আকাক্সক্ষা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তা তখনই পূর্ণ হবে, যখন এ হত্যাযজ্ঞের নায়কদের বিচারের মুখোমুখি করা হবে। আমরা দেশের বিচারব্যবস্থা ও সামগ্রিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরও বিচার দাবি করছি।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা শাহাবাগ থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এসে শেষ হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা