২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি নেটওয়ার্কের নতুন সদস্য হলো ডিআইইউ

-

বিশে^র ১৪টি দেশের ৩৭টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়, যেখানে বাংলাদেশের হয়ে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিনিধিত্ব করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এই প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর জন্য এবং এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি (এএইউ) প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য একমত হয়েছে।
গত ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে ডংসিও ইউনিভার্সিটিতে ২২তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম (এইউপিএফ) ২০২৪ এর আন্তর্জাতিক সম্মেলন চলাকালীন এই চুক্তি স্বাক্ষর হয়। ডিআইইউ’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো: সবুর খান এই ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ড. মো: সবুর খান এই চুক্তির ব্যাপারে অন্যান্য বিশ^বিদ্যালয়ের নেতৃস্থানীয় প্রতিনিধিদের সাথে নিজের মতামত তুলে ধরেন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান এবং কীভাবে এই চুক্তির সফল প্রয়োগের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্র থেকে শিক্ষা পরিবেশের যুগোপযোগী পরিবর্তন আনা সম্ভব, সে বিষয়ে আলোচনা করেন।
এশিয়া অ্যালায়েন্স ইউনিভার্সিটি (এএইউ) হলো এশিয়া এবং এর বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীকেন্দ্রিক একটি সহযোগী নেটওয়ার্ক, যা শিক্ষার্থীদের জন্য আন্তঃপ্রতিষ্ঠানমূলক শিক্ষার সুযোগ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এএইউ’র মাধ্যমে ডিআইইউ এবং অন্যান্য সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বা দুই বছর তাদের পছন্দের যে কোনো সদস্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাবেন, যা অন-ক্যাম্পাস ও অনলাইনে হতে পারে এবং সমস্ত ক্রেডিট সম্পূর্ণরূপে স্বীকৃত ও স্থানান্তরযোগ্য হবে। এটি শিক্ষার্থীদের একাডেমিক যাত্রাকে আরো উন্নত এবং ক্যারিয়ারকে আরো বহুমুখী করতে সাহায্য করে। শিক্ষার্থীরা এএইউ নেটওয়ার্কের যে কোনো প্রতিষ্ঠানে ট্রান্সফার বা এক্সচেঞ্জ শিক্ষার্থী হিসেবে তাদের শিক্ষা অব্যাহত রাখতে পারবেন এবং বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতার মাধ্যমে তাদের শিক্ষাজীবন সমৃদ্ধ করতে পারবেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ‘দেশ গড়তে প্রান্তিক কৃষকদের সাথে কাজে করতে হবে’ পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির সিলেটে কর্মবিরতিতে ১১ হাজার চা-শ্রমিক, ক্ষতি ৬০ কোটি টাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেফতার সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ দেবীগঞ্জে পরিত্যক্ত কাউন্টার থেকে যুবকের লাশ উদ্ধার

সকল