২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বশেমুরকৃবিতে কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন

-


পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবেলা করে কৃষিতে উৎপাদন বাড়াতে বৃদ্ধির লক্ষ্যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গবেষণা মাঠে অত্যাধুনিক কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং আইওটিক্সল্যাবের অর্থায়নে মঙ্গলবার এ স্টেশন স্থাপনের কাজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ, আইওটিক্সল্যাব, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর মোস্তাফিজুর বলেন, এ স্টেশন স্থাপনের মাধ্যমে কৃষিতে এক যুগান্তকারী অধ্যায় রচিত হলো। জলবায়ু পরিবর্তনের সাথে আবহাওয়া কী হারে পরিবর্তিত হবে, তা স্বয়ংক্রিয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমে তৎক্ষণাৎ জানা যাবে যার ওপর ভিত্তি করে দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে অন্যান্য ক্ষেত্রের মতো কৃষির সমৃদ্ধি আনয়নে প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করে বশেমুরকৃবির গবেষণা খাতকে উত্তরোত্তর এগিয়ে নেয়া ও কৃষকপর্যায়ে পৌঁছানোর দৃঢ়তাও ব্যক্ত করেন এডি সায়েন্টিফিক ইনডেক্সের গবেষণায় স্থান পাওয়া এ গবেষক ও বিজ্ঞানী।

বশেমুরকৃবির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আইওটিক্সল্যাবের এমডি বলেন, এ প্রযুক্তির মাধ্যমে মাটির প্যারামিটার, মাটির পুষ্টি উপাদান ও সয়েল ময়েশ্চারসংক্রান্ত তথ্য নির্দিষ্ট ডেটা সার্ভারে সংরক্ষিত থাকবে; যা মৃত্তিকা, ফসল ও পরিবেশ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ প্রযুক্তির বড় সুবিধা হলো সংগৃহীত তথ্যের ভিত্তিতে সার দেয়ার পরিমাণ নির্ণয় করা যাবে।
আবহাওয়ার ধরন, মাটির অবস্থা ও শস্য উৎপাদনকে প্রভাবিত করতে এ রিয়েল টাইম ডেটা ও পিএইচ নিরীক্ষণকারী প্রযুক্তি তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি, সূর্য বিকিরণের যাবতীয় তথ্য দেয়ার মাধ্যমে কৃষিতে অভাবনীয় সাফল্য আসবে বলে উপস্থিত গবেষকরা মনে করেন। উল্লেখ্য, মৃত্তিকা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ড. মো: দীন ইসলাম।


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির

সকল