২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশের জন্য বড় প্রতিবন্ধকতা আমলাতন্ত্র : ফরহাদ মজহার

-

শত্রু মিত্র বিভাজনের ক্ষেত্রে আমরা যদি পরিষ্কার থাকি তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর এবং প্রতিবন্ধকতা আমলাতন্ত্র বলে উল্লেখ করেছেন বিশিষ্ট দার্শনিক এবং লেখক ফরহাদ মজহার।
সোমবার দুপুরে রাজধানীর পল্লীবিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অডিটোরিয়ামে ‘বিদ্যুৎ রূপান্তর কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজার বলেন, বিগত সরকার সমাজতন্ত্রের নামে নিউ লেভেল ইকোনমি বাস্তবায়ন করেছেন। এখানে ব্যক্তির কোনো স্বার্থ থাকে না, কোম্পানির স্বার্থে কাজ করেছে। এ নিউ লেভেল ইকোনমি, এটা ছুড়ে ফেলে দিতে হবে। তিনি আরো বলেন, শত্রু মিত্র বিভাজনের ক্ষেত্রে আমরা যদি পরিষ্কার থাকি তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর প্রতিবন্ধকতা আমলাতন্ত্র। এখনো নিউ লিবারেল ইকোনমি চলমান থাকবে, কোনোভাবেই আমরা জ্বালানি প্রশ্নের সমাধান করতে পারব না, যেহেতু আমলারা বাধা দেয়। আমলাতন্ত্র একটা বড় ধরনের বাধা। নইলে কিন্তু আমরা একটা গন্তব্যে পৌঁছাতে পারব না। তিনি বলেন, আমলাতন্ত্রকে আমরা যদি পুরোপুরি বদলাতে না পারি তাহলে নিউ লিবারেল ইকোনমিক পলিসি কন্টিনিউ করবে। আমাদের সংবিধানের ১১ অনুচ্ছেদে পরিষ্কারভাবে লেখা আছে, সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা আমাদের প্রশাসন চলবে। নির্বাচিতদের প্রতিনিধি হচ্ছে জনগণ, আওয়ামী লীগ কিংবা বিএনপির প্রতিনিধি নয়। ডেমোক্র্যাসি বলতে শুধু পলিটিক্যাল পার্টির ডেমোক্র্যাসি এটা পৃথিবীর কেউ মানে না।

এ লেখক বলেন, আমরা কোনোভাবেই কোনো পার্টির একনায়কতন্ত্র চাই না। আমরা জনগণকে চাই, জনগণই ঠিক করবে, জনগণই নীতি বাস্তবায়ন করবে। জনগণই পুরো রাষ্ট্রকে পরিচালনা করবে। পৃথিবীতে এমন বহু মডেল আছে। এর জন্য সর্বপ্রথমে আমাদেরকে প্রাইভেটাইজেশনের থেকে সরে মানুষের আকাক্সক্ষা এবং তাদের দ্বারা পরিচালিত একটি মডেলের কথা চিন্তা করতে হবে। জনগণকে প্রতিটা ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে। জনগণকে বাদ দিয়ে যাই করবেন, সেটাই ফ্যাসিজম, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন যাই হোন না কেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এম এম জিয়া-উল-আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ড. কে এম কামরুজ্জামান সেলিম।


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল