ফেনীতে উৎসবমুখর আয়োজনে গণতন্ত্র অলিম্পিয়াড
- ফেনী অফিস
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
ফেনীতে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র অলিম্পিয়াড গতকাল অনুষ্ঠিত হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা শাখা ও ইয়ুথ হাঙ্গার প্রজেক্টের যৌথ সহযোগিতায় ফেনী সরকারি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। সুজন ফেনী জেলার সাাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ। মুখ্য আলোচক ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। এ ছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সবিতা নাথ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী আহসান হাবিব ইমরুজ প্রমুখ। হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাছির উদ্দিন ও ফিল্ড কো-অর্ডিনেটর খাদিজা আক্তার প্রতিযোগিতা আয়োজনে সমন্বয় করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ী ২০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ, অংশগ্রহণকারী তিন শ’ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
এর আগে সকালে ফেনী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে অলিম্পয়াডের উদ্বোধন করেন সাংবাদিক আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক একেএম আবদুর রহীম। এ সময় প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, ক্রীড়া সংগঠক ইমন উল হক, তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা