পাবনায় নিখোঁজ আরেক এএসআইয়ের লাশ উদ্ধার
- পাবনা প্রতিনিধি
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ এএসআই মুকুল হোসেনের (৪০) লাশ পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে নিখোঁজ দুই এএসআইয়ের লাশই উদ্ধার করা হলো।
নিহত মুকুল হোসেন কুষ্টিয়ার কুমারখালী থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি মেহেরপুর সদর উপজেলার কালা চাঁদপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
ওসি গোলাম মোস্তফা বলেন, সকালে নাজিরগঞ্জ ফেরিঘাটে পদ্মা নদীতে এক ডিঙ্গি নৌকার মাঝি আমাদের ফোন করে লাশ ভেসে থাকার খবর দেন। তারা লাশটি রশি দিয়ে ড্রেজারের সাথে বেঁধে রেখেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে। আমাদের কাছে থাকা কুষ্টিয়ার মিরপুরে পুলিশ নিখোঁজের তথ্য ও ছবি মিলিয়ে লাশটি এএসআই মুকুলের বলে শনাক্ত করা হয়।
গত সোমবার ভোররাতে উপজেলার বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে অভিযানে যায় পুলিশ। কুমারখালী থানার ৬ পুলিশ সদস্যকে নিয়ে নৌকায় করে পদ্মা নদীতে যান স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার হোসেন ও আনোয়ার হোসেন। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার করছিলেন জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় নৌকায় থাকা কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন। এর পর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা