রাজধানীর ৭ কলেজ শিক্ষার্থীদের সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি আজ
- ঢাবি প্রতিনিধি
- ৩০ অক্টোবর ২০২৪, ০২:২৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের সড়ক অবরোধ-বিক্ষোভ করেছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন শেষে আজ বুধবার ফের সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে তারা।
গতকাল বেলা ১১টা থেকে ঢাকা কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকাসংলগ্ন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বহনকারী যানবাহন চলাচলে সহযোগিতা করে শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে আবারো ব্লকেড কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। কর্মসূচিটি ঘোষণা করেন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সংগঠক আবদুর রহমান। তিনি বলেন, আমরা হঠাৎ করে যে রাস্তায় নেমেছি বিষয়টি এমন না। আমরা আমাদের দাবির ব্যাপারে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবগত করে গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত বলে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তারা আমাদেরকে শিক্ষার্থীই মনে করেন না। আমরা বলতে চাই, আমাদের উদ্দেশ্য পবিত্র এবং আমরা বঞ্চিত, আর এ জায়গা থেকে আমরা মুক্তি চাই। এই মুক্তি মিলবে একটি আলাদা স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আমরা কোনো অন্তর্বর্তীকালীন বিশ্ববিদ্যালয় চাই না।
এ দিকে গতকাল মঙ্গলবার অধিভুক্ত সাতটি কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী সপ্তাহে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার সিদ্ধান্ত হয়। এ বিষয়টি ও বুধবারের কর্মসূচি প্রসঙ্গে আবদুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদের ডেকেছে, সেখানে একটি প্রতিনিধিদল যাবে। তবে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্সল্যাবে অবরোধ কর্মসূচি চলবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওই কমিটির সমালোচনা করে তিনি বলেন, এই আমলাতান্ত্রিক সংস্কার কমিটি শিক্ষার্থীরা অনেক আগেই বর্জন করেছে। কাজেই ওনারা কোথায় বসল, কী করল- সেটি দেখার বিষয় না। শিক্ষার্থীদের দাবি, আমলাতান্ত্রিক কোনো কমিশন না, গঠন করতে হবে নিরপেক্ষ মানুষ দিয়ে একটি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা মাঠ ছাড়বে।
এ দিকে স্বায়ত্তশাসিত বা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। দাবিগুলো হলো- ১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন, ২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সাথে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন, ৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবেন, যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনো ধরনের পরিবেশ তৈরি না হয়।
উল্লেখ্য, একই দাবিতে গত ২১ অক্টোবর এবং ২৩ অক্টোবর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পরে দুই দফায় ২৪ ঘণ্টা করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে গ্রাফিতি অঙ্কন ও শিক্ষার্থী সমাবেশসহ তিন দিনের আলটিমেটাম বেঁধে দেয়। আলটিমেটামের দ্বিতীয় দিনে এসে ২৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। এর মাঝে ২৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে, যেটি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি জানিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা