অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইবি ছাত্রশিবিরের
- ইবি সংবাদদাতা
- ৩০ অক্টোবর ২০২৪, ০২:২৫
সাত বছর পর প্রকাশ্যে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে আসে এ কমিটি। তবে এ সাত বছরেও তাদের নিয়মিত কর্মসূচি ছিল বলে দাবি করেন শাখা শিবির সভাপতি এইচ এম আবু মুসা। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘২০১৭ সালে বিনা অপরাধে আমাদের হাজার হাজার ভাইদের বৈধ আবাসিক সিট থেকে বের করে দেয়া হয়েছে। এরপর ক্যাম্পাসে আসলে মারধর, মেস থেকে গ্রেফতার ও হয়রানির ফলে অনেকেই বিনা অপরাধে তাদের ছাত্রজীবন শেষ করতে পারেনি। স্বৈরাচারী শাসনের কারণে চাপে ছিলাম বটে কিন্তু আমাদের সংগঠনের কার্যক্রম কখনোই বন্ধ ছিল না। প্রতিবছরই আমাদের নতুন কমিটি হয়েছে, আমার সব সময়ই কার্যক্রম পরিচালনা করেছি। তবে তা গণমাধ্যমের কাছে প্রচার করা হয়নি।’
ক্যাম্পাসে কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেসব দাবি প্রদান করেছে আমরা তার সাথে একমত। এ ছাড়াও আমাদের আরো কিছু দাবি রয়েছে। সেগুলো নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। এজন্য ক্যাম্পাসের সব ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
মঙ্গলবার ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সাথে কুশলবিনিময় করেন শিবির সভাপতি আবু মুসা। পরে বিশ^বিদ্যালয়ের বটতলায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে বিভিন্ন দফতরে গিয়ে শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা