রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রবক্তা ছিলেন মাওলানা ফজলুল করীম : মুফতি রেজাউল করীম
- ২৯ অক্টোবর ২০২৪, ০০:৪২
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মাওলানা ফজলুল করীম রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তনের প্রবক্তা ছিলেন। সংবিধান মানুষের জন্যে। সংবিধানের জন্য মানুষ নয়। যে সংবিধান মানুষের জন্য কল্যাণকর নয়, এমন সংবিধান হতে পারে না। বিগত ফ্যাসিবাদী সরকার নিজেদের স্বার্থে সংবিধানকে বার বার সংশোধন করেছে। এখন সংবিধান সংশোধন করলে অসুবিধা কোথায়? কাজেই সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল চিটাগাং রোডের গ্রিন গার্ডেন মিলনায়তনে শায়েখ (রহ.)-এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ জোবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রশীদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়াহ উপদেষ্টা মুফতি ওমর ফারুক সন্দ্বীপী, মুফতি বদরুল আলম সিলেটী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি সুলতান মাহমুদ। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, সহযোগী সংগঠনসমূহের জেলা ও থানা নেতারা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা