২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইআইইউসির সায়েন্স কনফারেন্সে দেশী-বিদেশী বিজ্ঞানীদের মিলনমেলা

-

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) সায়েন্স কনফারেন্সে দেশী-বিদেশী বিজ্ঞানীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এনএসটিইউ) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইসমাঈল বলেছেন, নতুন কিছু প্রবর্তনের কোনো সীমানা নেই এটা সবার জন্য বিশ^জনীন হওয়া উচিত। তিনি বিজ্ঞান ও প্রযুক্তির নতুন সৃষ্টিতে ভবিষ্যতের স্থায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিজ্ঞানের ইনোভেশন হতে হবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর কোলাবোরেশনের ভিত্তিতে। পরিবর্তিত বাংলাদেশের জন্য যারা জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবে জীবন উৎসর্গ করেছে প্রফেসর ড. মোহাম্মদ ইসমাঈল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গতকাল শনিবার সকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিমত ব্যক্ত করেন। আইআইইউসির নিজস্ব ক্যাম্পাসে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’ শীর্ষক দু’দিনব্যাপী এ ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইআইইউসির সাবেক ভাইস চ্যান্সেলর ও প্রফেসর এমিরেটাস প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম, আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, আইসিআইএসইটি টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ সাইদুর রহমান এবং আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজন কমিটির কনভেনার প্রফেসর ড. মো: দেলাওয়ার হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও কমিটির সদস্যসচিব ড. মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement