কালুরঘাট সেতুতে যান চলাচল শুরু আজ
- চট্টগ্রাম ব্যুরো
- ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
দেশের প্রাচীনতম চট্টগ্রামের কালুরঘাট সেতু দিয়ে পুনরায় যানবাহন চলাচল শুরু হচ্ছে আজ থেকে। সংস্কার কাজের জন্য গুরুত্বপূর্ণ সেতুটি ১৫ মাস বন্ধ ছিল। সেতুর সংস্কার কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো: মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
৯৩ বছরের পুরনো এ সেতুর সংস্কারকাজ শুরু হয় ২০২৩ সালের ১ আগস্ট। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুর সংস্কারকাজ শেষ হয়েছে সম্প্রতি। গত ২৪ সেপ্টেম্বর কালুরঘাট সেতুর সংস্কারকাজ পরিদর্শন করেন বুয়েটের তিন সদস্যের বিশেষজ্ঞ দল। তারা সংস্কার কাজের অগ্রগতি ও গুণগত মান পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে যান চলাচলের জন্য সেতু চালু করে দেয়ার পরামর্শ দিয়েছিলেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া নয়া দিগন্তকে বলেন, কালুরঘাট সেতুর প্রয়োজনীয় সংস্কার শেষ। সেতুটি এখন যান চলাচলে প্রস্তুত। রোববার আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হবে। তবে এতে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা