২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

হত্যা মামলায় যুবলীগ নেতা ‘ঠেলা’ সেলিম গ্রেফতার

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি করে হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহযুব সম্পাদক ও ৪ নম্বর ইউনিট যুবলীগের সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিমকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক এলাকা থেকে ঠেলা সেলিমকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গত ৫ আগস্ট রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করছিল। এ সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অমানবিক নির্যাতন চালায়। এসব ঘটনায় যাত্রাবাড়ী থানায় দু’টি হত্যা মামলা হয়। মামলা হওয়ার পর থেকে ঠেলা সেলিম ও অন্য আসামীরা আত্মগোপনে চলে যায়।


আরো সংবাদ



premium cement