২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৬৯ জন, ভর্তি ৫৫ হাজার

-

চলতি বছর গতকাল শুক্রবার প্রায় ৫৫ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৯ জনের। অর্থাৎ ডেঙ্গুতে গড়ে দৈনিক একজনের মতো মানুষের মৃত্যু হয়েছে। বছরের প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ অনেকটা কম থাকলেও আগস্ট থেকে প্রকোপ বেড়েছে।
সেপ্টেম্বর ও চলতি অক্টোবর মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরে সারা দেশে ১৮ হাজার ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়। অপরদিকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৭৬৪ জন। আগস্টে আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ছয় হাজার ৫২১ জন। এর আগের সাত মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ছয় হাজার ৩১৭ জন। উল্লেখ্য, এর বাইরেও মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে তবে তাদের সংখ্যা সরকারি গণনায় আসে না।
স্বাস্থ্য অধিদফতরের তালিকাভুক্ত ৮১টি সরকারি ও বেসরকারি হাসপাতাল রয়েছে যেখান থেকে স্বাস্থ্য অধিদফতরে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তির তথ্য স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়। এর বাইরে কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়ে চিকিৎসা নিলেও সরকারিভাবে এর তথ্য তালিকায় ওঠে না। তবে চিকিৎসকরা মনে করেন সরকারিভাবে যে পরিমাণ ডেঙ্গু আক্রান্ত দেখানো হয় প্রকৃত আক্রান্তের সংখ্যা এর দ্বিগুণের চেয়ে বেশি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ৪৭ জন মারা গেছে। মৃতদের মধ্যে ৫৩.৫ শতাংশই নারী।
অপরদিকে আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬১.৪ শতাংশ। নারী মৃত্যুর হার বেশি হওয়ার কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় ডেঙ্গু আক্রান্ত নারীদের মৃত্যু বেশি। তাছাড়া নারীদের চিকিৎসায় দেরি হয়ে থাকে। বাংলাদেশের নারীরা নিজের প্রয়োজন অথবা নিজের অসুখের কথা সাধারণত দেরিতে প্রকাশ করে থাকেন। আবার নারীদের চিকিৎসায় অবহেলাও রয়েছে। সে কারণে নারীমৃত্যুর সংখ্যা বেশি।
গতকাল শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। এর বাইরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭৭ জন।
ছুটির দিন বলে সব হাসপাতাল ডেঙ্গু আক্রান্তদের রিপোর্ট করতে পারে না। আজ শনিবার দেখা যাবে হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। কেননা গতকাল যেসব হাসপাতাল রিপোর্ট করতে পারেনি তাদের সংখ্যা যোগ করে শনিবারে দেখানো হবে।


আরো সংবাদ



premium cement