২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাবেক ডিবিপ্রধান হারুনকে হাজির করতে আইজিপিকে দুদকের চিঠি

স্ত্রীসহ আরো ১২ জনকে তলব
-

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে দুদকে হাজির করার ব্যবস্থা নিতে আইজিপিকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের জনসংযোগ বিভাগ জানায়, হারুন অর রশিদ ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগের বিষয়ে আগামী ৩১ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করতে হারুনকে চিঠি দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুদকে হাজির করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইজিপিকেও চিঠি দিয়েছে দুদক।
দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন গতকাল বৃহস্পতিবার হারুনের উত্তরা ও কিশোরগঞ্জের মিঠামইন থানার হোসেনপুর গ্রামের ঠিকানায় চিঠি পাঠিয়েছেন। এ ছাড়া পুলিশের আইজি বরাবর চিঠি দিয়েছে দুদক। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হারুন পলাতক রয়েছেন।
সাবেক ডিবি প্রধান হারুনকে দেয়া চিঠিতে বলা হয়েছে, উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য জানা ও গ্রহণ করা প্রয়োজন। তাই আগামী ৩১ অক্টোবর সকাল সাড়ে ৯টায় প্রয়োজনীয় রেকর্ডপত্রসহ দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য জানাতে বলা হয়। ওই তারিখে বক্তব্য উপস্থাপনে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেয়া হবে।
মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকে।
পৃথক আরেক চিঠিতে পলাতক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদের দুর্নীতির বিষয়ে তার বক্তব্য জানাতে ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় তার স্ত্রী শিরিন আক্তারকে দুদকে হাজির হতে বলা হয়েছে। হারুনের স্ত্রী শিরিন আক্তার প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের পরিচালক।
এ ছাড়া প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের চেয়ারম্যান জহুরা খাতুন, ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহরিয়ার, হারুনের গ্রামের মো: সোলায়মান, ফরিদ উদ্দিন আহম্মেদ, মো: মতিউর রহমান, মোছা: মিনারা বেগম, সুমরাজ মিয়া, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের পরিচালক আলাউদ্দিন আল সোহেল, হাওর এয়ার ট্রাভেলস লিমিটেডের পরিচালক আল রাসেল এবং গোল্ডেন স্কাই ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান রাকিব উদ্দিন দেওয়ান রতনকে পৃথক পৃথক চিঠি দিয়ে দুদকে হাজির হয়ে পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদের দুর্নীতির বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। বিভিন্ন নামে গড়ে তোলা এসব প্রতিষ্ঠানের মূল মালিক হারুন অর রশিদ। যে কারণে তাদের ডাকা হয়েছে বলে জানান দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement
গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন

সকল