২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে গার্মেন্টে ডাকাতি গ্রেফতার ৫, মালামাল উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় আটক ব্যক্তিরা : নয়া দিগন্ত -

গাজীপুরে এক পোশাক কারখানায় সিকিউরিটি গার্ডদের বেঁধে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে জিএমপির গাছা থানার সদস্যরা। মহানগরীর কোনাবাড়ি ও বাসন থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ অর্ধকোটি টাকা মূল্যের লুণ্ঠিত ৬ হাজার কেজি ফেব্রিকস উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ) মো: আলমগীর হোসেন গাছা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হাটকয়রা গ্রামের মো: জয়েন উদ্দিনের ছেলে মো: আকবর হোসেন (৪২), একই নাগরপুর উপজেলার উলাডাব গ্রামের মো: রফেত উল্লাহ মিয়ার ছেলে মো: হাসান মিয়া (৪৫), জামালপুর জেলা সদরের দিগপাইত গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো: জীবন মিয়া (৩৫), যশোরের মনিরামপুর উপজেলার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইসরাফিল হোসেন নয়ন (২৫) ও একই ঝিকরগাছার পাল্লা রাজাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো: রাজিব হোসেন (২৪)।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো: খালিদ হোসেন খান জানান, গত ১৫ অক্টোবর দিনগত রাত সোয়া ৩টার দিকে গাছা থানাধীন ভাড়ারীপাড়া মোল্লা মার্কেট এলাকার ইউরো নিট ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানায় একদল ডাকাত কাভার্ডভ্যান নিয়ে হানা দেয়। তারা কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি বেয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে একটি কক্ষে নিয়ে বেঁধে রাখে। পরে ডাকাতরা কারখানার গোডাউনের তালা কেটে প্রায় ৮ টন ফেব্রিকসসহ বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় গাছা থানায় মামলা হয়।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম বিভিন্ন কৌশল ব্যবহার করে তদন্তে নামে। নানা তথ্যের ভিত্তিতে পুলিশ বুধবার মহানগরীর কোনাবাড়ি ও বাসন থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামালের মধ্যে প্রায় ৬ হাজার কেজি ফেব্রিকস উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে জিএমপির সহকারী কমিশনার (গাছা জোন) ফাহিম আসজাদ ও ওসি আলী মো: রাশেদ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি

সকল