মামলা করতে এসে ধরা খেলেন হত্যা মামলার আসামি
- চট্টগ্রাম ব্যুরো
- ২৪ অক্টোবর ২০২৪, ০০:০৫
এ যেন ‘পড়বি তো পড় মালির ঘাড়ে’। ইমরান হোসেন বাবলু (২৯) তার প্রাইভেট কার ভাঙচুর করার অভিযোগে সিএমপির কর্ণফুলী থানায় মামলা করতে গিয়েছিলেন। গত মঙ্গলবার রাতে তিনি থানায় মামলা করার সময় পুলিশ গোপন তথ্যে জানতে পারেন বাবলু ওই থানায় জাফর হত্যা মামলা ও চেক প্রতারণা মামলার আসামি। পুলিশের খোঁজে তার সত্যতাও মিলে। পরে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
ইমরান হোসেন বাবলু কর্ণফুলীর চরল্যা ইউনিয়নের গোয়ালপাড়া (৬ নম্বর ওয়ার্ড) আবদুল মোনাফ বাড়ির রেজাউল করিমের ছেলে।
সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, ইমরান হোসেন বাবুল হত্যা মামলায় জামিনে ছিল। চেক প্রতারণা মামলায় তাকে সাজা দেয়া হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরল্যা ইউনিয়নের আলী হোসেন এলাকায় একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের গ্লাস ভেঙে যায় ও মোটরসাইকেলেরও কিছুটা ক্ষতি হয়। প্রাইভেট কারের চালক ছিলেন ইমরান হোসেন বাবলু। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে যান। মোটরসাইকেল আরোহী দুইজনও থানায় আসেন।
পরে পুলিশ বিশ্বস্ত সূত্র ও তথ্য উপাত্ত যাচাই-বাছাই করতে গিয়ে জানতে পারেন মামলা করতে আসা প্রাইভেট কার চালক যুবক (ভিকটিম) বাবলু কর্ণফুলীর জাফর হত্যা মামলা ও চেক প্রতারণা মামলার আসামি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা