প্রধান উপদেষ্টাকে জরুরি সংলাপ ডাকার আহ্বান বাম ঐক্যের
- ২৪ অক্টোবর ২০২৪, ০০:০৫
রাজধানীতে গতকাল গণতান্ত্রিক বাম ঐক্যের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশীদ খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম প্রমুখ। নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জরুরি জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানিয়েছেন।
এ সময় গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, প্রতিবিপ্লবের দুঃস্বপ্নে বিভোর পতিত স্বৈরাচারের দোসর বঙ্গভবনে ঘাপটি মেরে থাকা পাপেট সাহাবুদ্দিন চুপ্পুর মিথ্যাচারের পর রাষ্ট্রপতি পদে থাকার আর কোনো অধিকার নেই। গণ-অভ্যুত্থান-উত্তর শহীদ ও আহতদের জন-আকাক্সক্ষার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পদে এতদিন ধরে তাকে রাখা সম্পূর্ণ সাংঘর্ষিক। গণতান্ত্রিক বাম ঐক্য ৫ আগস্ট ২০২৪ রাজপথে ঘোষণা দিয়েছিল বিপ্লবী সরকার গঠনের, তাহলে আজকে কোনো সঙ্কটে পড়তে হতো না। বর্তমান সংবিধান স্বৈরতন্ত্রের সমর্থক, এই সংবিধান দেশকে চলমান সঙ্কট থেকে উদ্ধারের কোনো পথ খোলা রাখেনি। এই সংবিধানকে আঁকড়ে বসে থাকলে সঙ্কট ঘনীভূত হবে, দেশ ও জনগণ আরো গভীর সঙ্কটে উপনীত হবে।
নেতৃবৃন্দ বলেন, এমতাবস্থায় গণতান্ত্রিক বাম ঐক্য মনে করে দেশের এই ক্রান্তিকালে গণ-অভ্যুত্থানের ফসল গণ আস্থার প্রতীক মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জরুরিভাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে অংশ নেয়া রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষক, সুশীল সমাজ, সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য শ্রেণিপেশার প্রতিনিধিদের জাতীয় সংলাপ আহ্বান জরুরি। পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। ইস্পাত দৃঢ় জাতীয় ঐক্যের প্রয়োজনে জাতীয় সংলাপের বিকল্প নেই। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা