২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
শিক্ষার্থী হেনস্তার অভিযোগ

ইবি শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে সমকামিতা ও শিক্ষার্থী হেনস্তাসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবি করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। এ দাবিতে গত মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সেই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন তারা। এর পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক ও বিভাগীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল এ সিদ্ধান্ত জানিয়ে ওই শিক্ষককে চিঠি পাঠায় রেজিস্ট্রার দফতর। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে গঠিত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয় সেই চিঠিতে।
জানা যায়, গত ৭ অক্টোবর নানা অভিযোগে হাফিজুল ইসলামের অপসারণের দাবিতে প্রধান ফটক অবরোধ করে বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে দাবির পরিপ্রেক্ষিতে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে প্রশাসন। এ দিকে গত মঙ্গলবার হাফিজুল ইসলাসের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হাফিজকে বিভাগীয় সব কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের অভিযোগ, হাফিজুল ছাত্রদের সমকামিতার প্রতি আহ্বান করতেন। এ ছাড়া কথা না শুনলে মার্ক কম দেয়াসহ বিভিন্নভাবে হেনস্তা করতেন। হাফিজুল ইসলাম শ্রেণিকক্ষে ছাত্রীদের কুরুচিপূর্ণ গালাগাল ও পোশাক নিয়ে বাজে মন্তব্য করতেন। শিক্ষার্থীদের ফ্যানের সাথে ঝুলিয়ে পেটানো ও ছাদ থেকে ফেলে দেয়ার হুমকির দিতেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ বলেন, এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আরো সংবাদ



premium cement
কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ

সকল