২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
শিক্ষার্থী হেনস্তার অভিযোগ

ইবি শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে সমকামিতা ও শিক্ষার্থী হেনস্তাসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবি করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। এ দাবিতে গত মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সেই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন তারা। এর পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক ও বিভাগীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল এ সিদ্ধান্ত জানিয়ে ওই শিক্ষককে চিঠি পাঠায় রেজিস্ট্রার দফতর। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে গঠিত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয় সেই চিঠিতে।
জানা যায়, গত ৭ অক্টোবর নানা অভিযোগে হাফিজুল ইসলামের অপসারণের দাবিতে প্রধান ফটক অবরোধ করে বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে দাবির পরিপ্রেক্ষিতে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে প্রশাসন। এ দিকে গত মঙ্গলবার হাফিজুল ইসলাসের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হাফিজকে বিভাগীয় সব কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের অভিযোগ, হাফিজুল ছাত্রদের সমকামিতার প্রতি আহ্বান করতেন। এ ছাড়া কথা না শুনলে মার্ক কম দেয়াসহ বিভিন্নভাবে হেনস্তা করতেন। হাফিজুল ইসলাম শ্রেণিকক্ষে ছাত্রীদের কুরুচিপূর্ণ গালাগাল ও পোশাক নিয়ে বাজে মন্তব্য করতেন। শিক্ষার্থীদের ফ্যানের সাথে ঝুলিয়ে পেটানো ও ছাদ থেকে ফেলে দেয়ার হুমকির দিতেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ বলেন, এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আরো সংবাদ



premium cement
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান

সকল