২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করতে চায় বিএনপি : শামসুজ্জামান দুদু

-

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি আধিপত্যবাদমুক্ত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী শুধু নয়, সহযোগিতা করতে চায়।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু আরো বলেন, গত ১৭ বছর আগে ফ্যাসিস্ট শাসকরা ক্ষমতায় এসে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিভিন্ন দফতর তদন্ত করে যে মামলা করে তা প্রত্যাহার করে নেয়। অথচ গণতন্ত্র আর আধিপত্যবাদমুক্ত বাংলাদেশের শাসন নিশ্চিত করতে ফ্যাসিস্ট শাসনের কর্মকাণ্ডের বিরোধিতা করায় মামলা আর সাজা দিয়ে আটক রাখার কৌশল থেকে এখনো অব্যাহতি বা মামলা প্রত্যাহার করা হয় নাই। সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এখনো আদালতে যেতে হয়। দুদু আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সব রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, জাতি ড. ইউনুসসহ অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে গণতান্ত্রিক রাষ্ট্রের পথ প্রশস্থ করতে সব ফ্যাসিস্ট শাসনের নিয়ন্ত্রণ কর্মকাণ্ড প্রত্যাহার চায়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন। বিআরজেএ’র চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মো: বদরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ নাজিম উদ্দিন আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: মোদাব্বের হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো: শাহজাহান মিয়া সম্রাট, সাংবাদিক আশরাফ অপু, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য আমান উল্লাহ আমান প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
পুঁজিবাজারে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি চুয়েটে ‘পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা বিসিকের ৩ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে শিল্প উপদেষ্টা সাউদার্ন ইউনিভার্সিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সি মালিকদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সোনাদিয়ায় ইকো ট্যুরিজম পার্ক নির্মাণে ইজারা চুক্তি স্থগিত সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদে বিউবোর সাফল্য

সকল