২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চুরি করতে দেখে ফেলায় নৈশপ্রহরীকে হত্যা

-

বৃহস্পতিবার রাত প্রায় ১২টা। আশপাশের বাসিন্দারা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সবার নিরাপত্তার দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম (৩৫)। গত বুধবার দায়িত্ব পালনের সময় রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যানের পাশের একটি বাড়ি থেকে রড চুরি করছিল চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য সুজন ওরফে ডিপজলসহ কয়েকজন। তখন হাতেনাতে সুজনসহ অন্যদের ধরে ফেলেন রবিউল। তাদের কাছ থেকে চুরি করা রড রেখে দেন। পরের দিন বৃহস্পতিবার রাতে রবিউল পাশের একটি গলিতে ডিউটি করছিলেন। সেখানে রবিউলকে একা পেয়ে পূর্বশত্রুতার জেরে সুজনসহ অন্যরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা উদ্যানের সুপারভাইজার আবদুল হান্নান জানান, প্রায় চার বছর ধরে রবিউল ঢাকা উদ্যানের নৈশপ্রহরীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বুধবার রাতে মাদকসেবী ও ছিনতাইকারী সুজনকে চোরাই রডসহ ধরে ফেলে। বৃহস্পতিবার রাতে ৩ নম্বর রোডের একটি গলিতে ডিউটিতে ছিলেন রবিউল। তখন সুজন ও দুই তিনজন রবিউলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত রবিউলের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসা রবিউলকে মৃত ঘোষণা করেন।
নিহত রবিউলের বোন নুরবানু জানান, রবিউল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রামের মো: লোকমান মিয়ার ছেলে। বর্তমানে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ২ নম্বর রোডের সি-ব্লকে স্ত্রী চাদনী আক্তার ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। রবিউল ঢাকা উদ্যানে নৈশ প্রহরীর কাজ করতেন। রাতে জানতে পারি এলাকায় চুরি করতে বাধা দেয়ায় তাকে ডিপজলসহ কয়েকজন ছুরিকাঘাত করেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের পর স্বজনরা নিয়ে গেছেন। মোহাম্মদপুর থানার ওসি মো: বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

 


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল