সারা দেশে স্তনক্যান্সার সচেতনতা দিবস পালিত
- নিজস্ব প্রতিবেদক
- ১১ অক্টোবর ২০২৪, ০০:০৫
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সারা দেশে স্তনক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়েছে। এবার এ দিবসের প্রতিপাদ্য ছিল ‘স্তনক্যান্সার : চাই দ্রুত নির্ণয়, পরিপূর্ণ চিকিৎসা’।
এ উপলক্ষে বাংলাদেশ স্তনক্যান্সার সচেতনতা ফোরামের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গতকাল বেলা ৩টায় প্রতিপাদ্য বিষয়ের ওপরে গোলটেবিল আলোচনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো: সায়েদুর রহমান, ভিসি বিএসএমএমইউ। সঞ্চালনা করেন বাংলাদেশ স্তনক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন জনস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: আবু জামিল ফয়সাল, স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ, ফোরামের সমন্বয়কারী ও সিওসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোছাররত সৌরভ, সিনিয়র স্বাস্থ্য প্রতিবেদক ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, সাবেক অতিরিক্ত সচিব আবদুল হাকিম মজুমদার, সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য বখতিয়ার রানা ও শাহনাজ পলি, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা শেফালী, সিওসি ট্রাস্টের সম্পাদক ও ট্রাস্টি ইকবাল মাহমুদ, প্রশিকার চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম, প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, হীলের সহ-প্রতিষ্ঠাতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার মশিহ উদ্দিন শাকের।
সূচনা বক্তব্যে ডা: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন স্তনক্যান্সার সচেতনতা দিবস পালনের উদ্দেশ্য, ফোরাম প্রতিষ্ঠা ও এ বছরের প্রতিপাদ্য বিশ্লেষণ করেন। তিনি জানান, ১২তম বারের মতো দিবসটি পালিত হচ্ছে। এ বছর স্তনক্যান্সার দ্রুত নির্ণয় ও পরিপূর্ণ চিকিৎসার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেয়া হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, অনেক রোগীর ক্যান্সার নির্ণীত হওয়ার পরও অসচেতনতা, অজ্ঞতা ও আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারেন না। অনেকেই আংশিক চিকিৎসার পর চিকিৎসায় বিরতি দেন বা দিতে বাধ্য হন। ফলে ক্যান্সার আরো বিপজ্জনকভাবে ফিরে আসতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।
৫ হাজার টাকায় ১০ জনের অপারেশন
এদিকে মাত্র পাঁচ হাজার টাকায় স্তনক্যান্সার অপারেশন করে দেবে বাংলাদেশ স্তনক্যান্সার সচেতনতা ফোরাম। অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না এমন ১০০ জন দরিদ্র রোগীকে এই সুবিধা দেয়া হবে। অপারশেন করা হবে গণস্বাস্থ্য নগর হাসপাতালে। এতে বেশ কিছু ফোরাম আর্থিক সহযোগিতা করবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে স্তনক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক সংগঠন আইএআরসির গ্লোবক্যান ২০২২-এর অনুমিত হিসাব অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশে ১৩ হাজার নারী স্তনক্যান্সারে আক্রান্ত হন এবং মারা যান প্রায় ছয় হাজার।