কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৯৫ জনের নামে মামলা
- নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
কিশোরগঞ্জের আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ্ আল মামুন, ডিবি প্রধান হারুন ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে তৌফিকসহ ৯৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কিশোরগঞ্জের নিকলী গোবদীঘির কাজিম উদ্দিনের ছেলে এমদাদুল হক কাঞ্চন বাদি হয়ে কিশোরগঞ্জের আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ গত ৭ অক্টোবর ১৯০৮ সালের বিস্ফোরক দ্রবাদি আইনের ৩ ও ৩(১) এর ৪ ধারায় তথ্য প্রমাণাদির ভিত্তিতে একটি লিখিত অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে তথ্য প্রমাণাদির ভিত্তিতে এই মামলাটি বিজ্ঞ আদালত সরাসরি আমলে নেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয় ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার দাবির বিরুদ্ধে প্রধান আসামি শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে চলতি বছরের ১৪ জুলাই সারা দেশের ছাত্র সমাজকে ‘রাজাকার’ বলে উসকানিমূলক বক্তব্য দেন। এমনকি পরবর্তীতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ছাত্রলীগ দিয়ে পিটিয়ে সোজা করবে বলে বক্তব্য দেন। এতে সারা দেশে নৈরাজ্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলীতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলতে থাকে। এ সময়ে আন্দোলনকারীরা উপজেলায় নতুন বাজার হতে পুরাতন বাজার মোড়ে পৌঁছালে তাদের দমন করতে মামলার এজাহারে উল্লেখিত আসামিরা ব্যাপকভাবে গুলি চালায়। এ ছাড়াও রামদা, ছুরি, বল্লাম, ইট ও আগ্নেয়াস্ত্র নিয়ে আঘাত করে। এতে তখন উক্ত মামলার সাক্ষী গুলিবিদ্ধ সাদেক হোসেন ভলুসহ কমপক্ষে ৫০ থেকে ৬০ জন আহত হয়।
এই মামলায় তথ্য প্রমাণাদির ভিত্তিতে বাদি পক্ষের আইনজীবীর মাধ্যমে সঠিক যুক্তি দাঁড় করালে অবশেষে গত ৭ অক্টোবর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নেয়। মামলা হওয়ার পরপরই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে বাদিসহ স্থানীয়রা জানান।