আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেয়ায় ঢাবিতে বিক্ষোভ
- ঢাবি প্রতিনিধি
- ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক পোস্টে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেয়ায় প্রতিবাদ জানিয়ে গণবিক্ষোভ করেছে ‘জাস্টিস ফর জুলাই’ নামের একটি প্লাটফর্ম ।
ফেসবুক পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকে দেশব্যাপী তাৎক্ষণিক গণবিক্ষোভ ঘোষণা করে ‘জাস্টিস ফর জুলাই’। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে এ কর্মসূচির আয়োজন করে ঢাবি শাখার নেতাকর্মীরা। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়। জুলাই স্পিরিটের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, তারা দেশের গণশত্রু আখ্যায়িত হবে বলে ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা।
গণবিক্ষোভে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল-আমিন বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি গণবিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমরা চাই, অবিলম্বে ম্যাজিস্ট্রেট উর্মিকে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে ফ্যাসিবাদের দোসর যারা এখনো সরকারের মধ্যে থেকে শহীদের এবং জুলাই বিপ্লবকে অপমাণিত করার ধৃষ্টতা দেখাচ্ছেন সবাইকে চাকরিচ্যুত করতে হবে।
তিনি আরো বলেন, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিবাদের দোসররা যাতে নতুন কোনো ষড়যন্ত্র না করতে পারে এবং বিপ্লবকে ব্যর্থ প্রমাণ না করতে পারে, সে ব্যাপারে সরকারের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
গণবিক্ষোভে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফাইজা তাবাসসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুস্তাকিম, ইসরাত জাহান গয়না, ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।
উল্লেখ্য, ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জসহ সারা দেশের ১৫টি জেলায় তাৎক্ষণিকভাবে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘জাস্টিস ফর জুলাই’।