২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুর্ভোগ সৃষ্টি করে মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পরিকল্পিত যানজট
-

সম্প্রতি হঠাৎ করেই রাজধানীর প্রবেশ পথ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু করে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার প্রবেশ পথ এবং টিকাটুলি থেকে ফ্লাইওভারে গুলিস্তান টোলপ্লাজা পর্যন্ত তীব্র যানজট দেখে দিয়েছে। ফলে এ সড়কে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা থাকতে হচ্ছে যাতায়াতকারীদের। বিশেষ করে প্রতিদিন অফিসগামী মানুষের দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। ঠিক সময়ে অফিসে পৌঁছতে বাধ্য হয়ে হেঁটে অফিসে রওনা দিতে হচ্ছে অনেক চাকরিজীবীকে। এ রাস্তায় চলাচলকারী যাত্রীদের প্রশ্ন হঠাৎ করে কেন এমন যানজট? এর উত্তর খুঁজতে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, পরিকল্পিতভাবেই এ সড়কে যানজট তৈরি করা হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, পরিকল্পিতভাবে যানজট সৃষ্টি করা হয়, যাতে মানুষ ক্ষুব্ধ হয়ে সরকার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে থাকে। অর্থাৎ মানুষকে ক্ষেপিয়ে তোলাই পরিকল্পিত যানজট সৃষ্টির লক্ষ্য।
সরেজমিন দেখা গেছে, হানিফ ফ্লাইওভারের প্রবেশ পথে এলোপাতাড়ি বাস দাঁড় করিয়ে রাখা হয়। এতে মহাসড়কের বাসগুলো ফ্লাইওভারে স্বাভাবিকভাবে উঠতে পারে না। এখানে ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাওয়া সড়কের প্রবেশ পথে এলোমেলোভাবে বাস রাখার কারণে পেছনে থাকা বাসগুলো সামনে অগ্রসর হতে পারে না। ফলে যানজট তীব্র হতে থাকে। সময় ভেদে যানজট মাতুয়াইল সাইনবোর্ড পর্যন্ত ছাড়িয়ে যায়। ফ্লাইওভারের প্রবেশ পথে আগে ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকলেও বর্তমানে কাউকে দেখা যায় না। এমনকি আগে শনিরআখড়া এলাকার ট্রাফিক ব্যবস্থাও কার্যকর নেই। এ ছাড়া যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালনকারীদের দায়সারাভাবে কাজ করতে দেখা যায়। মানুষ যখন যানজটে দুর্ভোগ পোহাচ্ছে ঠিক সে সময় তাদের খোশ গল্পে ব্যস্ত থাকতে দেখা গেছে।

সরেজমিন গতকাল ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট দেখা গেছে। সকাল ৯টার আগেই কাজলা থেকে শনিরআখড়া, রায়েরবাগ হয়ে মাতুয়াইল মেডিক্যাল এলাকা ছাড়িয়ে গেছে যানজট। যাত্রাবাড়ী থেকে মহাসড়কের পাঁচ-ছয় কিলোমিটারের বেশি এলাকা ছাড়িয়ে গেছে। এ মহাসড়কের ঢাকায় প্রবেশের অংশে যতদূর চোখ যায় কেবল গাড়ির সারি স্থবির হয়ে আছে। ট্রাফিক পুলিশ সক্রিয় না থাকায় এ যানজট বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, কিছুদিন ধরে এ মহাসড়কে প্রতিদিনই যানজট লাগছে। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন চলাচলকারী লাখ লাখ মানুষ।
গুলিস্তানে একটি মার্কেটের বিক্রয়কর্মী শরিফুল ইসলাম বলেন, আমি থাকি মেরাজনগর। সকাল সাড়ে ৮টার দিকে বাসে উঠেছি। এক ঘণ্টায় আধা কিলোমিটারও পার হতে পারিনি। তাই বাস থেকে নেমে আবার হাঁটছি। কোন সময় গুলিস্তান যেতে পারব, জানি না।
মতিঝিলের একটি ব্যাংকের কর্মী কবির হোসেন রায়েরবাগ বাসস্ট্যান্ডে বলেন, অন্য দিন জ্যাম লাগলেও অল্প অল্প করে গাড়ি যায়। এখন ভয়াবহ পরিস্থিতি, গাড়ি যেন নড়েই না। এর মধ্যে এখান থেকে গুলিস্তান চলাচল করা গাড়িরও সঙ্কট। তিনি বলেন, ট্রাফিক পুলিশ একেবারে কাজ করছে না। যাত্রাবাড়ী মোড়ে পুলিশ গল্প করে সময় কাটায়। এই সুযোগে যে যেভাবে খুশি গাড়ি চালানোর কারণে যানজট লাগছে। ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। ফ্লাইওভার দিয়ে গুলিস্তানেও গাড়ি নামতে পারছে না। সব মিলিয়ে এ দিকে লম্বা জ্যাম।
এ রুটে নিয়মিত চলাচল করা যাত্রী হোসেন আলী বলেন, আমার বাসা মাতুয়াইল কবরস্থান এলাকায়। গুলিস্তান যাওয়াটা এখন আতঙ্ক হয়ে গেছে। শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই নয়, মেয়র হানিফ ফ্লাইওভারেও প্রায় প্রতিদিন যানজট লেগে থাকে। রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে গুলিস্তান যেতে সর্বোচ্চ ২০ মিনিট লাগার কথা। কিন্তু এখন আমরা দেড়-দুই ঘণ্টার আগে যেতে পারি না। প্রতিদিনই লাখো মানুষের ভোগান্তি- এটি দেখার কেউ নেই!
মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান চলাচল করা গাড়ির সঙ্কট থাকায়, শনিরআখড়া ও কাজলা এলাকায় বিপুলসংখ্যক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

 


আরো সংবাদ



premium cement
চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী

সকল