আগস্ট বিপ্লবের বিজয়কে ব্যর্থ করতে নানাবিধ ষড়যন্ত্র চলছে : সেলিম উদ্দিন
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
আগস্ট বিপ্লবকে অর্থবহ ও মজবুত ভিত্তি দিতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান ও বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে পাঠাগার অদ্বিতীয় ও অন্যতম মাধ্যম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল রাজধানীর ভাসানটেক থানায় বিআরপি ইসলামী পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিআরপি জনকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ডা: আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক, অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ, জোন টিম সদস্য আলাউদ্দিন মোল্লা, ভাসানটেক থানা সেক্রেটারি আলী হোসাইন প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির পতন ঘটিয়ে বাংলাদেশের আকাশকে কালো মেঘমুক্ত করেছে ছাত্র-জনতা। আমরা আগামী দিনেও যেকোনো জালিমের মোকাবেলায় সদা প্রস্তুত। আর আমরা এই ঐতিহাসিক বিজয়কে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। তাই আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বৈরাচার সৃষ্ট সব জঞ্জালমুক্ত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য দেশে প্রয়োজনীয় সংস্কার দরকার। সবার আগে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এজন্য জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। এই ঐক্যের মানদণ্ড হবে কুরআন ও সুন্নাহর আদর্শ। মানবরচিত মতবাদ কখনো মানুষের জন্য কল্যাণকর হয় না। তাই দেশকে ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসন মুক্ত করতে কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি দেশে কুরআনের রাজ প্রতিষ্ঠায় সবাইকে ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আগস্ট বিপ্লবের বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে। তাই এই বিপ্লবকে ধরে রাখার জন্য সবাইকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কেউ শান্তি কেড়ে নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।