রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি খেলাফতের
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৬, আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৭
লেবাননে ইসরাইলি হামলা এবং ফিলিস্তিনে ইসরাইলের চলমান গণহত্যার রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল জুমার নামাজের পরে বায়তুল মোকাররমের উত্তর গেটে লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী এই দাবি জানান। মাওলানা হামিদীর নেতৃত্বে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল-হাদী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, মহানগর অর্থ সম্পাদক মাওলানা জাফর আহমাদ, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা তানজীল হাসান, খেলাফত ছাত্র আন্দোলনের সেক্রেটারি জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ইসরাইল বিশে^র মাঝে একটি বিষফোঁড়া। তারা প্রথমে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ফিলিস্তিনি মুসলমান নর-নারী ও তাদের ঘরবাড়ি ধ্বংস করেছে। ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা ক্ষান্ত হয়নি, এখন তারা হামলা চালাচ্ছে আরেক মুসলিম দেশ লেবাননে। ইসরাইলে এই ধ্বংসযজ্ঞে মদদ জোগাচ্ছে আমেরিকা। আমেরিকা মুসলমানদের কল্যাণ চায় না। ইতঃপূর্বে আমেরিকা মিথ্যা অজুহাতে ইরাক ও আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি, ইসরাইলি এই বর্বরতার রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো হোক। লেবানন ও ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াতে বাংলাদেশের সব মুসলমান প্রস্তুত আছে। তিনি সবাইকে আমেরিকা ও ইসরাইলের পণ্য বর্জনেরও আহ্বান জানান।
এ দিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অপর অংশের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম ফিলিস্তিন ও লেবাননের ওপর সন্ত্রাসী ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ইসরাইল আমেরিকা, ব্রিটেন ও ভারতের সহযোগিতায় মুসলমানদের ওপর ঘৃণ্য বর্বরোচিত হামলা করার সাহস পেয়েছে। ইসরাইল যদি এই জঘন্য হামলা বন্ধ না করে তাহলে পৃথিবীর সব মুসলীম রাষ্ট্র একত্র হয়ে পৃথিবীর মানচিত্র থেকে সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র ইসরাইলের নাম চিহ্ন মুছে দিতে হবে।
ভারতে রাসূল সা:-এর বিরুদ্ধে কটূক্তি ও ফিলিস্তিন এবং লেবাননের ওপর সন্ত্রাসী ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে গতকাল বাদ জুমা কেরানীগঞ্জ ঘাটারচরে মারকাজুশ শায়েখ হাফেজ্জী হুজুর মাদরাসা ও এলাকাবাসী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ইসরাইল ও ভারতের পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মুফতি এনায়েতুল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরো বক্তৃতা করেন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা এনায়েতুল্লাহ, মুফতি আমীর হামজা ও খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ আশিক আল আবিদ প্রমুখ।