গাজীপুরে দুই কারখানায় পাল্টাপাল্টি ভাঙচুর মহাসড়ক অবরোধ
- গাজীপুর প্রতিনিধি
- ০৪ অক্টোবর ২০২৪, ০০:০৫
গাজীপুরে এক কারখানার শ্রমিকদের আন্দোলনে অপর কারখানার শ্রমিকরা যোগ না দেয়ায় দুইদিনে ওই কারখানা দু’টি পাল্টাপাল্টি ভাঙচুর ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গত বুধবার ও গতকাল বৃহষ্পতিবার মহানগরের জিরানী এলাকায় এ ঘটনা ঘটে। গত বৃহষ্পতিবারের জন্য কারখানা দু’টির শ্রমিকদের ছুটি দেয় কর্তৃপক্ষ।
জিএমপির কাশিমপুর থানার ওসি জাহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে বেতন, টিফিন ও ছুটির ভাতা বৃদ্ধির দাবীতে জিরানী এলাকার রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় তাদের সাথে আন্দোলনে যোগ দেয়ার জন্য পাশের আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের আহ্বান জানায়। শ্রমিকদের সাড়া না পেয়ে তারা আইরিশ ফ্যাশন কারখানা ভাঙচুর করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এর প্রতিবাদে গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৯টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। এ পরিস্থিতিতে আজকের জন্য কারখানা দু’টির শ্রমিকদের ছুটি দেয় কর্তৃপক্ষ।