২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিনিয়র অ্যাডভোকেট হলেন ৫৪ আইনজীবী

-

৫৪ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত (এনরোলমেন্ট) করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে তাদেরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তাদেরকে তালিকাভুক্ত করা হয়।
গত বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ২৯১ জনকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো: আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির গত ৩ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর সভায় প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে নিম্নলিখিত আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সিদ্ধান্ত গৃহীত হয়।
তারা হলেন- মো: সাইদুর রহমান, শহীদুল ইসলাম, সৈয়দ এ বি মাহমুদুল হক, আব তারিক, সিকদার মকবুল হক, এ কে এম মজিবুর রহমান, মো: হারুনার রশিদ, মকবুল আহমেদ, মো: শহীদুল করিম সিদ্দিক, মো: হেফজুল বারি, এ বি এম বায়েজিদ, শাহ মো: খসরুজ্জামান, মো: খালেদ আহমেদ, মো: খলিলুর রহমান, অমলেন্দু বিকাশ রায় চৌধুরী, গরিবে নেওয়াজ মুহাম্মদ, মো: মোশাররফ হোসেন মজুমদার, আবুল কাশেম এম ফজলুল হক খান, আবদুল্লাহ আল মামুন, মো: ইসরাফিল হোসেন, মো: ফারুক (এম ফারুক), মো: হেলাল উদ্দিন মোল্লা, সৈয়দ মফিজুর রহমান, বিভাস চন্দ্র বিশ্বাস, মো: মফিজুর রহমান মজুমদার, মো: ফারুক আহমেদ, এ এইচ এম মুসফিকুর রহমান, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ হোসাইন, বশির আহমেদ, নিতায় রায় চৌধুরী, এম এ কাইয়ুম চৌধরী, মো: তৌফিক ইনাম, শাহ মোহাম্মদ জহিরুল হক, স্বাসতী সরকার, মোহাম্মদ আবদুল হান্নান, মো: গোলাম মোস্তফা, সুব্রত শাহ, মো: জাকির হোসেন, মো: শামসুল হক, এম মাকসুদুল ইসলাম, শেখ মো: সিরাজুল ইসলাম, মো: আবদুল হক, মো: ফজলুর রহমান, মো: আবদুল হাই, এ জেড এম ফরিদুজ্জামান, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, নাহিদ ইয়াসমিন, মো: জাহাঙ্গীর কবীর, এ কে এম বদরুজ্জামান, ড. শরীফ মোহাম্মদ নুর উল্লাহ ভূঁইয়া, কে এস সালাহ উদ্দিন আহমেদ, শেখ মো: জাকির হোসেন ও মো: আসিফ হাসান।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল