ফুলকুঁড়ি বিজ্ঞানচক্রের জাতীয় বিজ্ঞানমেলা সম্পন্ন
- ০২ অক্টোবর ২০২৪, ০১:০৬
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি বিজ্ঞানচক্রের ‘সুবর্ণজয়ন্তী জাতীয় বিজ্ঞানমেলা-২০২৪’। এতে সারাদেশের ৫৬টি ক্লাব থেকে মোট ১১৮টি প্রজেক্ট প্রদর্শিত হয়। গত শনিবার দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ খুদে বিজ্ঞানী জাহিদুজ্জামান তানভীনের মা বিলকিস জামান। বিচারক ছিলেন স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চিফ, নাসা-এসএসি এর গ্লোবাল জাজ, বিশিষ্ট গবেষক আরিফুল হাসান অপু, বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক ইঞ্জিনিয়ার কাজী গোলাম আলী, বাংলাদেশ ইয়াং সাইন্টিস্ট কংগ্রেস এর চেয়ারম্যান কে এম আলী রেজা, সিস্টেম ডিজাইন ইঞ্জিনিয়ার আজওয়াদ আবিদ, তরুণ উদ্যোক্তা নাজমুস সাকিব এবং ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অগ্রপথিক মাহফুজুর রহমান। মেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা উপাচার্য ও ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার উপদেষ্টা সভাপতি ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। মেলার সভাপতিত্ব করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও লেখক জয়নুল আবেদীন আজাদ। মেলায় প্রথম স্থান অর্জন করে নিউট্রিনো বিজ্ঞান ক্লাব, গাজীপুর এর প্রজেক্ট ‘নিউমোনিয়া ডিটেকশন উইথ এআই’। দ্বিতীয় স্থান অর্জন করে ইউরেকা বিজ্ঞান ক্লাব, কুষ্টিয়া এর প্রজেক্ট ‘ডিজিটাল রোবট, কে এস রোবো-১’। তৃতীয় স্থান অর্জন করে শিউলিকুঁড়ি বিজ্ঞান ক্লাব, যশোর এর প্রজেক্ট ‘ফায়ার ফাইটিং রোবট ইউজিং আরডিউনো’। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা