২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পলাতক পুলিশ সদস্যদের নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা

-


পলাতক পুলিশ সদস্যদের নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ক্রমেই প্রকট হয়ে উঠছে। এরা সংঘবদ্ধ হয়ে যে কোনো সময় বড় ধরনের নাশকতায় জড়াতে পারেন বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। দেশকে অস্থির করে তুলতে এরা নিজেদের পরিচিত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া, দেশী-বিদেশী উগ্রবাদী সন্ত্রাসীদের ঐক্যবদ্ধ করে তুলতে পারে বলেও অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। এদের অনেকেই তাদের নিজেদের নামে ইস্যুকৃত হাতিয়ার যথাযথ নিয়মে জমা না দিয়ে লাপাত্তা হয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই হাতিয়ারগুলোও তারা অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একপর্যায়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অনেক পুলিশ সদস্যও পালিয়ে যান। এর মধ্যে শীর্ষ সারির কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত রয়েছেন। বিশেষ করে অভ্যুত্থানে সংশ্লিষ্ট ছাত্র-জনতার উপর যারা প্রকাশ্যে গুলি চালিয়েছেন, হত্যা করেছেন এবং হত্যার নির্দেশ দিয়েছেন তারা সবাই ওই দিন গা ঢাকা দেন। পরে তাদের মধ্যে কিছু পুলিশ স্ব স্ব ইউনিটে যোগ দিলেও এখন পর্যন্ত ১৮৭ জন পলাতক রয়েছেন।

পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন, আর কিছু পলাতক রয়েছেন। এদের মধ্যে অনেকেই ছিলেন যারা ছাত্র-জনতার উপর প্রকাশ্যে গুলির নির্দেশ দিয়েছেন। তাদের নির্দেশে হত্যার ঘটনা ঘটেছে।
পুলিশের পক্ষ থেকে পলাতক সদস্যদের একটি তালিকা করা হয়েছে বলে জানা গেছে। ওই তালিকার এক নম্বরে রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুন অর রশীদ। তিনি এখনো চাকরিচ্যুত হননি। গণ-অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামির তালিকায়ও তিনি শীর্ষে আছেন। এই কর্মকর্তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে। যার বেশির ভাগই হত্যামামলা। ৫ আগস্টের পর তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কারো কাছেই। ডিআইজি সৈয়দ নুরুলকে ঢাকা রেঞ্জ থেকে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। ওখানে তিনি যোগ দেয়ার কয়েক দিনের মাথায় গা ঢাকা দেন।

পুলিশ সদস্যদের পলাতক তালিকায় পাঁচজন আলোচিত অতিরিক্ত ডিআইজি আছেন। তাদেরও কর্মস্থলে অনুপস্থিত হিসেবে দেখানো হয়েছে। পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সারিতে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার। ছাত্র-জনতাসহ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে ২৭টি। ৫ আগস্টের পর তাকেও আর পাওয়া যায়নি। জানা গেছে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরই তিনি পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার, খন্দকার নুরুন্নবী, এসএম মেহেদী হাসান ও সঞ্জিত কুমার রায়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫ আগস্টের আগে-পরে সঙ্ঘটিত হতাহতের ঘটনায় একাধিক মামলা হয়েছে। অসুস্থতার আবেদন করে কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি উত্তম কুমার পাল, এসপি আবু মারুফ হোসেন, শাহ নুর আলম পাটোয়ারি, র্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রওশানুল হক সৈকত, এএসপি মফিজুর রহমান পলাশ, এএসপি আরিফুজ্জামান, এএসপি আল ইমরান হোসেন, এএসপি ইফতেখার মাহমুদ। আর চাকরি ছেড়ে দিয়েছেন বহুল আলোচিত আরেক অতিরিক্ত ডিআইজি মো: মনিরুজ্জামান। তিনি অবশ্য গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে পদত্যাগপত্র জমা দেন।

এ ছাড়া এএসপি মি. জন রানা ৫ আগস্টের আগেই চাকরি ছেড়ে দেয়ার তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর। তিনি ২ আগস্ট পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন। রংপুর ডিআইজি কার্যালয় থেকে সেটি পুলিশ সদর দফতর হয়ে ২৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। পলাতকের ১৮৭ জনের এই তালিকায় পাঁচজন ইন্সপেক্টরও আছেন। এ ছাড়া ১৪ জন এসআই, ৯ জন এএসআই, ৭ জন নায়েক এবং ১৩২ জন কনস্টেবল রয়েছেন। এই কনস্টেবলদের মধ্যে দুজন নারী সদস্যও আছেন।
এদিকে, পলাতক পুলিশ সদস্যদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। তাদের নিয়ে সাধারণ মানুষ নানা শঙ্কা করছেন। অনেকে তাদের নিজেদের নামে ইস্যুকৃত অস্ত্র জমা না দিয়েই পলাতক রয়েছেন বলে জানা গেছে। আশঙ্কা করা হচ্ছে পলাতক এই পুলিশ সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে অস্থির করে তুলতে পারে বর্তমান পরিস্থিতিকে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল