ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিথিন ও এসইউপি বর্জন কর্মসূচি পালিত
- ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
‘সম্প্রীতির ভাবনায় বৈষম্যহীন আবহে টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা’ স্লোগানকে সামনে রেখে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পলিথিন ও এসইউপি বর্জন এবং বৃক্ষরোপণ ও প্রকৃতি চিত্রাঙ্কন’ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রশাসনিক ভবন সংলগ্ন মলচত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পৃথক পৃথকভাবে একটি করে গাছের চারা রোপণ করেন।
পরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসেইন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আহসান হাবীব বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ্-আল-মামুন অনুষ্ঠান সঞ্চালন করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা