বিদেশী বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশে অগ্রাধিকার দিতে হবে : দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত
- কূটনৈতিক প্রতিবেদক
- ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫০
বাংলাদেশে আরো বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ব্যবসাবান্ধব, পূর্বাভাসযোগ্য এবং স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের কাজগুলোর মধ্যে শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।
তিনি বলেন, বাংলাদেশের তৈরী পোশাক খাতে দক্ষিণ কোরিয়ার দীর্ঘ অবদান রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের অন্যান্য খাতেও গুরুত্বপূর্ণ অংশীদার হতে আমরা প্রস্তুত। বাংলাদেশের সাথে দীর্ঘস্থায়ী সহযোগিতা অব্যাহত রাখতে দক্ষিণ কোরিয়া প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকায় কোরীয় দূতাবাস বিনিয়োগের পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করতে আগ্রহী।
গতকাল বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) সদস্যদের সাথে নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, কোরিয়া ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) নিয়ে আলোচনা চলছে। কোরিয়া বর্তমানে বাংলাদেশকে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) সুবিধা দিচ্ছে। ইপিএ সই হলে এই সুবিধা শুধু সম্প্রসারিতই হবে না, বরং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াবে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের আসন্ন উত্তরণ টেকসই করার জন্য প্রয়োজনীয় বিদেশী পুঁজি আকর্ষণে কোরিয়া সহায়তা করবে।
পার্ক ইয়ং-সিক বলেন, বর্তমানে বাংলাদেশ সরকারের সাথে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল, সহজ শর্তে ঋণ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে অনেক প্রকল্প নিয়ে আলোচনা চলছে। আমরা আশা করি, চলমান প্রকল্পগুলোর মসৃণ অগ্রগতি হবে, যা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। তিনি বলেন, কোরীয় কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে কোনো প্রকল্পে বিলম্ব ঘটায় না বা প্রকল্পের খরচ বাড়ায় না। তারা নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে চায়।
রাষ্ট্রদূত বলেন, উভয় দেশ পাদুকা, হালকা শিল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ, গভীর সমুদ্রে মাছ ধরা, সমুদ্র অর্থনীতি, কৃষি ও কৃষি যন্ত্রপাতি, গ্রিন হাউজ এবং কার্বন ট্রেডিংয়ের মতো নতুন নতুন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে পারে।
কেইপিজেডের সভাপতি জাহাঙ্গীর সাদাত এবং ডিকাব সভাপতি নুরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা