১৫ বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন হাসিনা : মামুনুল হক
- ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫০
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ১৫ বছর ভারতে এজেন্ডা বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং মাদরাসার ছাত্ররা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একই কাতারে দাঁড়িয়ে সব বিভেদের দেওয়াল ভেঙে ছাত্র-জনতা ঐক্যের ভীত রচনা করেছে। আমার সন্তানেরা রাজপথে মিছিল করেছে। স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলেছে। যখনই আজানের সময় হলো সাথে সাথে একজন ভার্সিটির ছাত্র আল্লাহু আকবার বলে আজান দিলো আরেকজন ছাত্র সামনে দাঁড়িয়ে ইমামতি করল। যে রাজপথে তারা সংগ্রাম করেছিল। সে রাজপথের উত্তপ্ত পিচকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়েছিল। এটাই ছিলো ২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের চেতনার মূল প্রেরণা। এটাই ছিল আগস্ট বিপ্লবের মূলশক্তি। এ শক্তিকে যদি কেউ ধ্বংস করতে চায়। এ বিপ্লব থেকে যদি কেউ আল্লাহর নাম মাইনাস করতে চায়। তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আল্লামা মামুনুল হক বলেন, পতিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কোথায় গেছে। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। দেয়ারই কথা। কারণ ১৫ বছর ভারতের এজেন্ডা বস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা।
আর ভারত এ দেশের মানুষের গণ-আকাক্সক্ষাকে বাদ দিয়ে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবাদাসী বাংলাদেশের ক্ষমতায় মসনদে বসিয়ে রাখার জন্য এ দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোটো করার জন্য সব আয়োজন ভারত করেছে। সরকারের কাছে দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারতে আছেন। কিভাবে বিচার হবে- সেটা বিচারিক প্রক্রিয়া। সেখানে বসে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদের গুলি করে হত্যা করার প্ররোচনা দেবেন। এ দেশের মানুষ বরদাশত করবে না।
তিনি গতকাল শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহের নান্দাইল, ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত পৃথক পৃথক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সকালে নেত্রকোনা মোক্তারপুর মাঠে জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী সহবায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা