পোরশা সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশী আটক
- পোরশা (নওগাঁ) প্রতিনিধি
- ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫০
নওগাঁর পোরশা দুয়াপাল সীমান্তের ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ভারতীয় ক্যাদারীপাড়া ক্যাম্পের ৮৮ বিএসএফ সদস্যরা ২৩২(৩এ) নং পিলার থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে দাল্লা নামক স্থান থেকে তাদের আটক করে। ২০-২৫ জনের একটি দল গরু নিয়ে আসার পথে ওই দুইজন আটক হয়েছেন। এ সময় বিএসএফ সদস্যরা ২০টি মহিষ আটক করেছে। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটককৃতরা হলো দুয়ারপাল যুগিডাংগার মৃত আব্দুল হকের ছেলে আমান (৪০) ও দুয়াপাল গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে রুবেল (৩৫)। অপর দিকে, বিজিবি সদস্যরা চারটি মহিষ আটক করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্পের সুবেদার গোলাম ফারুকের সাথে কথা বললে তিনি জানান, দু’জন আটকের কথা শুনেছেন কিন্তু সত্যতা পাননি। তবে তিনি খোঁজখবর নিচ্ছেন। সঠিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা