২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
যৌথবাহিনীর অভিযান

২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

-

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে সারা দেশে গত ২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার ও ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দফতর সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শর্টগান ২৮টি, পাইপগান ছয়টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে-৪৭ একটি, গ্যাসগান দু’টি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান চারটি, টিয়ার গ্যাস লঞ্চার দু’টি, এসএমজি পাঁচটি, এসবিবিএল পাঁচটি এবং থ্রি-কোয়ার্টার দু’টি।

যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্রবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড ও র্যাব।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সারা দেশে চার শতাধিক থানায় মামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। এর মধ্যে বিগত সরকারের আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল, সেগুলো বাতিল করে এবং লুট হওয়া অস্ত্র ৩ সেপ্টেম্বরে মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয় সরকার। এরপর ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।

 

 


আরো সংবাদ



premium cement