ইরানি ছবি ‘আর্জেন্ট কাট অফ’ ঢাকায় প্রদর্শনীর জন্য নির্বাচিত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২২, ১০:২৮
২১তম আন্তর্জাতিক ঢাকা ফিল্ম ফেস্টিভাল
আন্তর্জাতিক 'ঢাকা চলচ্চিত্র উৎসবে' প্রদর্শিত হবে ইরানি নারী নির্মাতার ছবি ‘আর্জেন্ট কাট অফ’। ২১তম ঢাকা চলচ্চিত্র উৎসবের নারী নির্মাতা বিভাগে ছবিটি প্রদর্শিত হবে।
মেহর বার্তা সংস্থা জানিয়েছে, ঢাকা উৎসবের নারী নির্মাতা বিভাগে আর্জেন্ট কাট অফ’ ছবিটি ইরানী চলচ্চিত্রের একমাত্র প্রতিনিধি হিসেবে প্রদর্শিত হবে। ছবিটির প্রয়োজক এবং পরিচালক মারিয়াম বাহরুল উলুমি। ইরানের নারী নির্মাতার পাশাপাশি এই বিভাগে আরো প্রদর্শিত হবে জার্মানি, গ্রীস, শ্রীলঙ্কা, ভারত, ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের নারী নির্মাতার চলচ্চিত্র।
আন্তর্জাতিক ঢাকা চলচ্চিত্র উৎসব ১৪ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত রাজধানী ঢাকায় উদযাপিত হবে।
এর আগে ১৮তম ঢাকা চলচ্চিত্র উৎসবের নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগের জুরি বোর্ড মারিয়াম বাহরুল উলুমিকে তার ‘পাসিও’ চলচ্চিত্রের পরিচালনার জন্য সম্মাননা দিয়েছিল। গতবার ২০তম ঢাকা চলচ্চিত্র উৎসবে তিনি তার দ্বিতীয় চলচ্চিত্র ‘শাহরবানু’ এর জন্য সেরা 'নারী চলচ্চিত্র নির্মাতা'র পুরস্কার পেয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা