২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অনন্ত-বর্ষার নতুন চমক ‘কিল হিম’

অনন্ত-বর্ষার নতুন চমক ‘কিল হিম’ - ছবি : নয়া দিগন্ত

‘দিন দ্য ডে’-এর পর নতুন চমক নিয়ে আসছেন নায়ক অনন্ত ও নায়িকা বর্ষা। প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করছেন তারা। এ নিয়ে গতকাল এফডিসিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ছবির মহরত অনুষ্ঠিত হয়। ‘দিন দ্য ডে’ নিয়ে নানামুখি আলোচনার মধ্যেই নতুন সিনেমার মহরতে এলেন আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা।

মহরতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই এসেছিলেন। ছিলেন আলগমীর খসরু, মহম্মদ হান্নান, জাকির হোসেন রাজু, মনোয়ার হোসেন ডিপজলসহ প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও।

অনুষ্ঠানে ২০০ মোটরসাইকেল শোভাযাত্রায় এফডিসিতে আসেন অনন্ত জলিল ও বর্ষা। অতিথিদের ভোজনের জন্য ছিল দুটি গরু ও পাঁচটি খাসির ব্যবস্থা। নিজেদের প্রযোজনার বাইরে 'সুনান মুভিজ'- এর ব্যানারে নতুন এ সিনেমাটি নির্মাণ করবেন এম ডি ইকবাল। ছবির নাম ‘কিল হিম’। নির্মাতারা বলছেন, অ্যাকশনধর্মী এ সিনেমায় থাকছে একের পর এক চমক। মহরতে এর কিছুটা তুলে ধরা হয়।

ছবিতে নায়ক অনন্ত জলিল পারিশ্রমিক হিসেবে নেবেন ৪০ লাখ টাকা, নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। মহরত অনুষ্ঠানে সাইনিং মানি বাবদ অনন্তকে ২০ লাখ টাকার চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। আর নায়িকা বর্ষার হাতে তুলে দেয়া হয় ছয় লাখ টাকার চেক। ২০০৮ সাল থেকে নিজেদের প্রযোজনাতেই এ জুটি সিনেমা করে আসছিলেন। নিজেদের প্রযোজনার বাইরে এটাই তাদের বড় চমক।

কিল হিম-এ থাকছেন ভারতের দুই শিল্পী। খল চরিত্রে দেখা যাবে বলিউডের অভিনেতা রাহুল দেবকে। এছাড়া আছেন কলকাতার অভিনেত্রী অ্যামি রায়। সিনেমার শুটিং শুরু হবে অক্টোবর মাসে। দৃশ্যধারণ হবে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ায়। থাকবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর।


আরো সংবাদ



premium cement
২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১০৭৯ পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত ব্যবসায়ী জালাল উদ্দীন হত্যা : শেখ হাসিনাসহ ১২৯ জনের নামে মামলা ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে ঢাকা-নড়াইল-খুলনা রুটে নারায়ণগঞ্জে ১৬ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার গলাচিপায় জালে ধরা পড়ল ২০০ বছরের জলপাইরঙ্গা কাছিম

সকল