যে বিষয়টি সবাইকে জানাতে চান অপু বিশ্বাস
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জুলাই ২০২২, ১৭:১০, আপডেট: ২২ জুলাই ২০২২, ১৭:৪৭
নতুন এক জগতে নিজেকে শামিল করেছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। শুধু নায়িকা নয়, এবার প্রযোজক হিসেবে সিনেমায় পা রাখতে চলেছেন তিনি।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন তিনি।
জানা গেছে, ‘লাল শাড়ি’ নামক একটি সিনেমার জন্য প্রযোজক হিসেবে ওই অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।
ইতোমধ্যেই খবরটি প্রকাশ হলে তার ভক্তদের মধ্যে রকমারি আলোচনা-সমালোচনার শুরু হয়।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি অনুদান ছাড়াই সিনেমা প্রযোজনা করতে পারতাম। কিন্তু কেন অনুদানের জন্য আবেদন করেছি সে নিয়ে কথা বলতে চাই। তবে এখন না। শিগগিরই বিষয়টি সবাইকে জানাব।’
নতুন ছবিটি অপু-জয় প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি হবে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই তিনি।
তিনি বলেন, ‘সেটা এখনই জানাতে পারছি না। চলতি বছরই সিনেমা নির্মাণের কাজ শুরু করব। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’
ক্যামেরার সামনে দীর্ঘ সময় কাজ করলেও ক্যামেরার পেছনে অপু কাজ করেননি কখনো। প্রযোজনার কাজ সম্পর্কে জানা থাকলেও, নিজে কখনোই এ কাজে যোগ দেননি। তবে তিনি এ ব্যাপারে মোটেও চিন্তিত নন।
তিনি বলেন, ‘এটা আমার জন্য নতুন একটা জার্নি, নতুন জীবন। এ নিয়ে আমি একটি স্ট্যাটাসও দিয়েছি। আশা করছি গুছিয়ে কাজ করতে পারব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা