২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রতিবন্ধী ভক্তের ভালোবাসায় বগুড়ায় উড়ে গেলেন অনন্ত-বর্ষা

বগুড়ায় প্রতিবন্ধী ভক্তের সাথে অনন্ত-বর্ষা। - ছবি : বাসস

শারীরিক প্রতিবন্ধী এক ভক্তের চিকিৎসা সহায়তা দিতে সহধর্মিনী চিত্রনায়িকা বর্ষাকে নিয়ে নায়ক অনন্ত জলিল বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টারে করে বগুড়ায় গেলেন।

অনন্ত তার প্রতিবন্ধী ভক্ত রানার ভালোবাসার জবাব দিতে এবং ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘দিন দ্য ডে’ জেলার ভক্তদের সাথে বগুড়া মধুবন সিনেপ্লেক্সে বসে দেখতে যান।

অনন্ত জলিল ও বর্ষা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম এলাকায় কালিপাড়া ইসলামিয়া হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার থেকে নেমে শারীরিক প্রতিবন্ধী রানার সাথে দেখা করেন।

জানা যায়, ফেসবুকে রানা প্রামানিকের সাথে অনন্ত জলিলের পরিচয়। সে শারীরিক প্রতিবন্ধী জেনে ভক্তের ওপর ভালোবাসা আরো বেড়ে যায়। ২৮ বছরে যুবক রানা জন্মগতভাবে প্রতিবন্ধী। তার দুই পা বিকলাঙ্গ।

অনন্ত জলিল বলেন, আমার প্রথম সিনেমা ছিল ‘খোঁজ-দ্যা সার্চ’। সিনেমাটি দেখার পর থেকেই তার ভক্ত হয়ে যান বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম এলাকার প্রতিবন্ধী রানা প্রামানিক। এই রানা আমাকে ভালবেসে আমার নামে নিজের অর্থায়নে বিভিন্ন সামাজিকমূলক কাজ করেছেন। তাই এমন ভক্তকে দেখার জন্য আজ এসেছি তার গ্রামে। রানাকে নগদ ২ লাখ টাকা আর্থিক অনুদান ও তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব আমি নিলাম। রানাকে ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনে থাইল্যান্ডে নিয়ে যাওয়া লাগলেও তাকে নিজের পা হাঁটাবো।’

তিনি বলেন, আমার একটি সিনেমা ‘দিন-দ্যা ডে’ পবিত্র ঈদুল আজহার দিন থেকে মুক্তি পেয়েছে। আপনারা সবাই সিনেমাটি হলে গিয়ে দেখবেন এমনটাই আশা করছি।

এক নজর অনন্ত-বর্ষাকে দেখার জন্য হাজারো মানুষের ঢল মানে বিদ্যালয় প্রাঙ্গণে। সামনে থেকে প্রিয় নায়ক-নায়িকাদের দেখতে পেয়ে আনন্দিত এলাকাবাসী।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতায় বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন : বাণিজ্য উপদেষ্টা

সকল