২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের হস্তক্ষেপ নিয়ে উর্দুতে সিনেমা

ভারতের হস্তক্ষেপ নিয়ে উর্দুতে সিনেমার অভিনেত্রী-অভিনেতা। - ছবি : সংগৃহীত

পাকিস্তানের ওপর ভারতের হস্তক্ষেপের ঘটনা নিয়ে ‘ঢাই চাল’ নামে উর্দু ভাষায় নতুন একটি সিনেমা তৈরি হয়েছে।

মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন।

ইতোমধ্যেই ছবিটির প্রথম ট্রেইলার প্রকাশিত হয়েছে।

২০১৯ সালে সিনেমাটি তৈরি শুরু হয়। মুক্তি দেয়ার কথা ছিল ২০২০ সালে প্রথম ছয় মাসের মধ্যেই কিন্তু অনিবার্য কারণে তা হয়নি। আশা করা হচ্ছে, এ বছর ১৭ জুন সিনেমাটি মুক্তি পাবে।

ডন জানায়, সিনেমার কাহিনী এগিয়েছে পাকিস্তানের ওপর ভারতের হস্তক্ষেপ ও সন্ত্রসাবাদকে ঘিরে। সিনেমার ট্রেইলারে দেখানো হয়েছে যে, যখনই ভারত তার মন্দ ইচ্ছা পূরণ করতে চায়, তখন নিজেরাই নিজেরদের নাগরিকদের হত্যা করে তার দায়ভার পাকিস্তানের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে। এভাবেই সিনেমার কাহিনী এগিয়ে যাবে।

এতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন শামউন আব্বাসি ও আয়েশা ওমর।

সূত্র : ডন


আরো সংবাদ



premium cement