২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বান্ধবীদের কাপড় কাচতেন দীপিকা

দীপিকা পাড়ুকোন - ছবি : সংগৃহীত

সম্মানী বিবেচনায় বলিউডের সবচেয়ে দামী অভিনেত্রী এখন দীপিকা পাড়ুকোন। কাজ এবং অভিনয়ের প্রতি দায়বদ্ধতাই তাকে এই মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। তবে স্কুলের বান্ধবীদের কাছে ব্যক্তিত্বের কারণে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা।

ব্যক্তি দীপিকা বেশ পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন। অন্যদের চেয়ে তার কাপড়টি ঝকঝকে করতে দিনে দুই বার পর্যন্ত কাপড় ধোয়ার অভ্যাস ছিল তার। মাঝে মধ্যে বান্ধবীদের কাপড়ও জোর করে কেচে দিতেন তিনি।

বুধবার ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করা স্কুলজীবনের বান্ধবী হিতৈষীর সাথে এক ভিডিওতে এমন তথ্যই জানানো হয়।

এর আগে বহু বছরের স্মৃতিকে বিদায় জানিয়ে গত বছরের ৩১ ডিসেম্বর ইন্সটাগ্রাম থেকে সব ছবি ও ভিডিও মুছে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তখন এই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নতুন করে আবার শুরু করবেন।

বুধবার ওই কথা অনুসারেই নতুন করে আবার ইনস্টাগ্রামে যাত্রার অংশ হিসেবে হিতৈষীর সাথে চ্যালেঞ্জে প্রতিযোগিতার এক ভিডিও আপলোড করেন দীপিকা। ছয় মিনিটের ওই ভিডিওতে দুই বান্ধবী চকলেট কেক তৈরির চ্যালেঞ্জে যান।

ভিডিওতে প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে দীপিকা ও হিতৈষী পরস্পরের সম্পর্কে বিভিন্ন তথ্য দেন।

দীপিকা জানান, স্কুলে হিতৈষী সবসময় মেধাতালিকার শীর্ষে থাকতেন। অপরদিকে হিতৈষী জানান, স্কুলজীবনে নিজস্ব ভাড়া বাসায় সবার কাপড় ধোয়ায় আসক্ত ছিলেন দীপিকা।

হিতৈষী বলেন, বলিউডি এই অভিনেত্রী কাপড় ধোয়ার মেশিন খুব পছন্দ করতেন এবং তার কাছে কাপড় পরিষ্কারের জন্য দিতে বান্ধবীদের বাধ্য করতেন তিনি।

দীপিকাও এই তথ্য স্বীকার করেন এবং জানান, তিনি দিনে দুই বার কাপড় ধোয়ার কাজ করতেন।

সূত্র : পিঙ্কভিলা


আরো সংবাদ



premium cement
অবৈধ টাকা হালাল করতে মেয়র শেখ তাপস হয়ে যান ‘মৎস্যচাষি’ আমেরিকার সন্ত্রাসবাদের তালিকাভুক্ত হওয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ’র প্রতিক্রিয়া দেশের সুবিধা বঞ্চিত শিশুকে আমরা সম্পদ হিসেবে গড়ে তুলব : দেলাওয়ার হোসেন আ’লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে চায় বিএনপি : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা পটুয়াখালীতে আজহারীর মাহফিল ২৫ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি বনশ্রীর স্কুল অফ দ্য নেশনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী পূর্ণপ্যানেল জয়ী হারানো সম্মান, চাকরি ও ক্ষতিপূরণ চান মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা বিএনপি মহাসচিবের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত : উপদেষ্টা নাহিদ ভোরের কাগজ খুলে দেয়ার দাবিতে কর্মীদের অবস্থান কর্মসূচি

সকল