২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বান্ধবীদের কাপড় কাচতেন দীপিকা

দীপিকা পাড়ুকোন - ছবি : সংগৃহীত

সম্মানী বিবেচনায় বলিউডের সবচেয়ে দামী অভিনেত্রী এখন দীপিকা পাড়ুকোন। কাজ এবং অভিনয়ের প্রতি দায়বদ্ধতাই তাকে এই মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। তবে স্কুলের বান্ধবীদের কাছে ব্যক্তিত্বের কারণে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা।

ব্যক্তি দীপিকা বেশ পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন। অন্যদের চেয়ে তার কাপড়টি ঝকঝকে করতে দিনে দুই বার পর্যন্ত কাপড় ধোয়ার অভ্যাস ছিল তার। মাঝে মধ্যে বান্ধবীদের কাপড়ও জোর করে কেচে দিতেন তিনি।

বুধবার ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করা স্কুলজীবনের বান্ধবী হিতৈষীর সাথে এক ভিডিওতে এমন তথ্যই জানানো হয়।

এর আগে বহু বছরের স্মৃতিকে বিদায় জানিয়ে গত বছরের ৩১ ডিসেম্বর ইন্সটাগ্রাম থেকে সব ছবি ও ভিডিও মুছে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তখন এই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নতুন করে আবার শুরু করবেন।

বুধবার ওই কথা অনুসারেই নতুন করে আবার ইনস্টাগ্রামে যাত্রার অংশ হিসেবে হিতৈষীর সাথে চ্যালেঞ্জে প্রতিযোগিতার এক ভিডিও আপলোড করেন দীপিকা। ছয় মিনিটের ওই ভিডিওতে দুই বান্ধবী চকলেট কেক তৈরির চ্যালেঞ্জে যান।

ভিডিওতে প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে দীপিকা ও হিতৈষী পরস্পরের সম্পর্কে বিভিন্ন তথ্য দেন।

দীপিকা জানান, স্কুলে হিতৈষী সবসময় মেধাতালিকার শীর্ষে থাকতেন। অপরদিকে হিতৈষী জানান, স্কুলজীবনে নিজস্ব ভাড়া বাসায় সবার কাপড় ধোয়ায় আসক্ত ছিলেন দীপিকা।

হিতৈষী বলেন, বলিউডি এই অভিনেত্রী কাপড় ধোয়ার মেশিন খুব পছন্দ করতেন এবং তার কাছে কাপড় পরিষ্কারের জন্য দিতে বান্ধবীদের বাধ্য করতেন তিনি।

দীপিকাও এই তথ্য স্বীকার করেন এবং জানান, তিনি দিনে দুই বার কাপড় ধোয়ার কাজ করতেন।

সূত্র : পিঙ্কভিলা


আরো সংবাদ



premium cement
আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি

সকল